এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দু গড়ে জল্পনা বাড়িয়ে আসনসংখ্যার থেকে বেশি মনোনয়ন জমা তৃণমূলের

শুভেন্দু গড়ে জল্পনা বাড়িয়ে আসনসংখ্যার থেকে বেশি মনোনয়ন জমা তৃণমূলের


পশ্চিমবঙ্গের পুর্ব মেদিনীপুর জেলা রাজ্য শাসনে আসার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০৮ সালে প্রথম এই জেলার জেলা পরিষদে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে এখনও অবধি নিরবিচ্ছিন্নভাবে জয় এসেছে এই জেলা পরিষদে। এই জেলা পরিষদে আসন সংখ্যা ৬০ টি। কিন্তু স্বভাবতই অবাক করে দেওয়ার ঘটনা হলো এই যে শনিবার অবধি এই ৬০ টি আসনে মনোনয়নপত্র পেশ হয়েছে মোট ৭৯ টি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই অবাক করা ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বর্তমান সভাধিপতি মধুরিমা মণ্ডল এদিন সংবাদমাধ্যমকে এই ঘটনার কারণ ব্যাখ্যা করে বললেন, ”হ্যাঁ ঠিকই। এক একটি আসনের জন্য একাধিক মনোনয়ন জমা পড়েছে। তবে এটা নতুন কিছুর নয়। অনেক সময় দেখা যায় স্ক্রটিনির সময় অনেক নাম বাদ চলে যায়। সেই সময় প্রার্থী খুঁজে পাওয়া মুশকিল হয়। তাই একাধিক মনোনয়ন জমা পড়েছে। এখানে গোষ্ঠী দ্বন্ধের কোনও বিষয় নেই।’ এই প্রসঙ্গে শাসকদলের যুক্তি অস্বীকার করে জেলার বিজেপি সভাপতি প্রদীপ দাস বললেন, ”আগে তৃণমূল নিজেদের গোষ্ঠীকোন্দল মেটাক। তারপর বিরোধীদের সঙ্গে লড়তে আসুক।” অবশ্য নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মী এদিন বললেন, ”একটি আসনের জন্য একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। বেশকিছু আসনে প্রার্থী চুড়ান্ত করা হলেও অনেক আসনেই এখনও প্রার্থী চুড়ান্ত করা যায়নি।” প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৬০ আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৫৬ টি এবং বাম শিবির পেয়েছিলো ৪ টি আসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!