এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হতেই দুন্ধুমার কান্ড দক্ষিণ দিনাজপুরে

পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হতেই দুন্ধুমার কান্ড দক্ষিণ দিনাজপুরে

পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হতেই দুন্ধুমার কান্ড দক্ষিণ দিনাজপুরে।জানা গেছে এদিন গতবারের বিজয়ী প্রার্থী রুনা লায়লাকে প্রার্থী করার কথা ঘোষণা করে তৃণমূল।এর পর দলের সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকায় দলীয় কর্মীরা মিছিল বের করে বিক্ষোভ দেখতে শুরু করেন। দলের মধ্যে ক্ষোভ আগে থেকেই ছিল রুনাদেবীর বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একগুচ্ছ অভিযোগ আছে কর্মীদের। কর্মীদের অভিযোগ পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য কোনও কাজ করেননি তিনি। পাশাপাশি আরো অভিযোগ করা হয়েছে যে সরকারি প্রকল্পের ঘর ও অন্যান্য সুবিধা নিজের পরিবার ও আত্মীয়দের পাইয়ে দিয়েছেন। তাছাড়া যারা প্রতিবাদ করেছেন তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছেন। এই নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো দেননি রুনাদেবী। তবে বিক্ষোভকারীদের আস্বস্ত করে এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন যে , ”বুথস্তর থেকে সর্বসম্মতিক্রমে উঠে আসা নামগুলোকেই মান্যতা দেওয়া হবে। এক্ষেত্রে কারও বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপোষণের অভিযোগ থাকলে তাঁকে প্রার্থী করা হবে না। হযরতপুর এলাকা থেকে এখনও প্রার্থী হিসেবে কারও নাম জমা পড়েনি। অভিযোগ খতিয়ে দেখা হবে।” আর এই ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যও ছড়িয়েছে তৃণমূলের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!