এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়ছে টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ, পদত্যাগ শুরু তৃণমূল নেতাদের

বাড়ছে টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ, পদত্যাগ শুরু তৃণমূল নেতাদের

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট এখন দোরগোড়ায় আর এখনও শাসকদল পুরুলিয়াতে অন্তর্দ্বন্দ্বের কারণে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করে উঠতে পারে নি। সূত্রের খবর, আসন মাত্র একটি আর প্রার্থীর দাবিদার অনেক। জেলা পরিষদের প্রার্থী হতে জীবনপঞ্জি জমা পড়েছে রাজ্যস্তরেও। এদিকে ঝালদা দুই ও জয়পুরে ব্লকস্তরে কেউ নেই, বাগমুন্ডিতে আহবায়ক আছে আবার নিতুড়িয়াতে জেলা পর্যবেক্ষকদের আহবায়ক পদ দেওয়া হলেও তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ব্লক গুলিতে কোনো ব্লক সভাপতি নেই। এদিন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী জানান, “আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই চলছে। আমরা ৪-৫ এপ্রিল থেকে মনোনয়ন শুরু করব।” ঝালদা দুই ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সুনীল কুমার সাধারণ সদস্য পদে খুশি না হওয়ায় জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতোকে খোলা চিঠির মাধ্যমে ওই পদের ইস্তফা পত্র দেন বলে খবর।পাশাপাশি অনেকেই নাকি ক্ষোভ জমিয়ে রেখেছেন। প্রার্থী না হতে পারলে একে একেসুনীল কুমারের পথে পা বাড়াবেন বলে দলের অন্দরেই গুঞ্জন উঠেছে। তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাইয়ের জন্য শাসকদল ব্লকে ব্লকে বৈঠক করছে। নিতুড়িয়া ব্লকে রঘুনাথপুরের বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরির গোষ্ঠী ও নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও এই বিষয়ে শান্তিভূষণ প্রসাদ জানান, “আমাদের ব্লকে কোথাও কোনও কোন্দল নেই। আলোচনার মাধ্যমে প্রার্থী ঠিক হবে। সেখানে একজনের মতামত গুরুত্ব পাবে না। সবাই মিলে যা বলবেন তাই হবে।” জানা গেছে সবশেষে সব প্রার্থীরই চূড়ান্ত অনুমোদন দেবেন তৃণমূলের পর্যবেক্ষক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!