এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ও মনোনয়ন নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার

পঞ্চায়েত ও মনোনয়ন নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার

পঞ্চায়েত ও মনোনয়ন নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ গোলাম জার্জিস।তিনি এদিন দাবি করলেন যে,মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা মানা হচ্ছে না। সেই নিয়ে দলের অন্দরেও ক্ষোভ তৈরী হচ্ছে।তিনি এও আশঙ্কা করছেন যে এর প্রভাব না ভোটে পরে,আর বিজেপি সেখান থেকে অ্যাডভান্টেজ না নিয়ে নেয়। তিনি দাবি করেন যে ,”নেত্রী কোর কমিটির বৈঠকে স্পষ্ট জানান

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যে পুরোনোদের দলে জায়গা দিতে হবে ,প্রার্থী করতে হবে। যে সিট রিসার্ভ আছে পাশের সিট এ দিতে হবে। খুব অসুবিধা থাকলে পুরোনোদের পরিবারের কাউকে প্রার্থী করতে হবে। আর যেকানে খুব অসুবিধা হবে সেখানে ব্যাপারটি তিনি নিজে দেখবেন। কিন্তু এই নির্দেশ মানা হচ্ছে না।পুরোনোরা বলছে যে যাদের নেত্রী দ্বায়িত্ব দিয়েছেন তাঁরা নেত্রীর নির্দেশ না মেনে নিজেদের খুশিমতো সব প্রার্থী করছে,টিকেট দিচ্ছে।পর্যবেক্ষকরা ও নজর দিচ্ছেন না বা তাদের মধ্যে গড়াপেটা হয়ে গেছে। ফলে যারা ভালো কাজ করছেন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম নিচ্ছে।তাদের ক্ষোভ দুঃখ বাড়ছে , যার প্রভাব বেশ কিছু জায়গায় পড়বে। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!