এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলের আসল লক্ষ্য কি- জানালেন সুব্রত বক্সী

আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলের আসল লক্ষ্য কি- জানালেন সুব্রত বক্সী


সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচন জিততে মারিয়া শাসক থেকে বিরোধী সবাই।পঞ্চায়েতের লক্ষ্যে মাঠে নেমে পড়েছে সব দলই। পিছিয়ে নেই শাসকদল ও। মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনিক বৈঠকে করা নির্দেশ দিচ্ছেন পঞ্চায়েতের আগেই যেন সমস্ত প্রকল্পের কাজ শেষ হয়ে যায়। তাই এতদিন মনে করা হচ্ছিলো যে পঞ্চায়েত ভোট জেতাই আসল লক্ষ্য তৃণমূলের কিন্তু এদিন সুব্রত বক্সী জানালেন যে তাদের আসল লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে শুধু জয়লাভ নয়।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বালুরঘাটে এক প্রশাসনিক সভা থেকে তিনি জানান যে,”পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে সার্বিকভাবে বাংলায় টিকে থাকার নির্বাচন নয়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখার নির্বাচনও নয়। এই নির্বাচন থেকেই শুরু হবে ২০১৯ সালে দিল্লির মনসদ থেকে বিজেপি -কে উৎখাত করার প্রক্রিয়া।” পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে অনুরোধের বাতাবরণে নির্দেশ দেন “সর্বস্তরের কর্মীরা অতীতের মতো সম্মিলিতভাবে নির্বাচনে যান।” তাছাড়া এদিন আইন নিজের হাতে না তুলতেও নির্দেশ দেন তিনি। তিনি বলেন,”সেখানে গিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে নিজেরা সিদ্ধান্ত নেবেন না। রাজ্য কমিটির পক্ষ থেকে কেউ না কেউ সেখানে থাকবে। বিষয়টি তাদের জানাবেন।”তবে এর ফলে রাজনৈতিকমহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ই আর তাঁর দল এখন আর বাংলার নয় দিল্লির স্বপ্ন দেখছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!