এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘তৃণমূলী সন্ত্রাসকে’ জাতীয়স্তরে প্রকাশ্যে আনতে দিল্লিতে নজিরবিহীন সাংবাদিক বৈঠকে বিজেপি

‘তৃণমূলী সন্ত্রাসকে’ জাতীয়স্তরে প্রকাশ্যে আনতে দিল্লিতে নজিরবিহীন সাংবাদিক বৈঠকে বিজেপি


‘তৃণমূলী সন্ত্রাসকে’ জাতীয়স্তরে প্রকাশ্যে আনতে দিল্লিতে বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় দফতরে রাজ্যের দলীয় সাংসদরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে হিংসা ছড়ানোর অভিযোগ এনে সংবাদমাধ্যমের দ্বারা দেশবাসীকে সতর্ক করে বলেন বিজেপি বিরোধী ফ্রন্ট করে তৃণমূল কংগ্রেস কীভাবে দেশের রাজধানী দিল্লীতে এই এই লড়াইকে নিয়ে আসবেন। জানা গেছে বিজেপি সাংসদেরা শুক্রবার বিজেপি অফিস থেকে দিল্লিতে মহাত্মা গাঁধীর সমাধি রাজঘাটে যাবেন। তার পরে সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির নিচে ধরনায় বসবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবং সর্বশেষ কর্মসূচী হিসেবে থাকছে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর হস্তক্ষেপের আর্জি জানাবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা দায়ের করা হয়েছে।ঐ আবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে। আবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কে বাক্যবাণে বিদ্ধ করে কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বললেন, ”পুরো প্রশাসনই তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। মানুষ পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়েছে। অভিযোগ করতেই ভরসা পাচ্ছে না।” দলীয় কর্মী অজিত মুর্মুর মৃত্যুকে ইস্যু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দলিত বিরোধী’ বলে অভিযুক্ত করে বিজেপি। আবার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শ্লেষাত্মক সমালোচনা করে বললেন, ” যে পশ্চিমবঙ্গের নেত্রী বারবার বলেন তিনি গরিবের নেত্রী, দলিতদের নেত্রী, পিছিয়ে পড়া মানুষের নেত্রী- তাঁর রাজ্যেই বিজেপির এক কর্মী অজিত মুর্মুকে দিনের আলোয়, প্রকাশ্যে বাজারের মধ্যে খুন করে দেওয়া হল। অজিত মুর্মু কী ভুল করেছিল? সে মনোনয়ন পত্র তুলেছিল। জমাও দিয়েছিল। সে কী করে এত দুঃসাহস দেখাল? বিজেপি পশ্চিমবঙ্গে এত দুঃসাহস কী করে দেখাল? সংসদে তো সবাই নাকি পিছিয়ে পড়া মানুষদের জন্য চেঁচাচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!