এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলকে জোর আক্রমন সেলিমের

তৃণমূলকে জোর আক্রমন সেলিমের

রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের সাত বছর পূর্ণ হলো। আর এই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোস্যাল মিডিয়ায় দেশের সকল রাজ্যের মধ্যে উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ রাজ্যকে শীর্ষ স্থানে রাখলেন। মুখ্যমন্ত্রীর এই কথার প্রতিক্রিয়ায় রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, ” মমতার সরকার বিজ্ঞাপনে এক নম্বর, হোর্ডিংয়ে এক নম্বর, নেতাদের সম্পত্তি বৃদ্ধিতে এক নম্বর, সরকারি টাকায় অনুষ্ঠান করায় এক নম্বর আর মিথ্যেয় এক নম্বর।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জের একটি বুথে প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে একটি বিতর্কিত এবং ভিত্তিহীন খবর সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ানোর অভিযোগে সিএপিএম সাংসদ মহম্মদ সেলিমের পুত্র রাসেল আজিজের বিরুদ্ধে সিআইডি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। এরফলে অভিযুক্ত রাসেল আজিজকে একাধিক বার সিআইডি জেরার মুখে পড়তে হয়। তাই রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে মহম্মদ সেলিমের রাজ্য সরকার বিরোধী প্রতিক্রিয়া জানানো আদতে সাংসদ পুত্রের বিরুদ্ধে সিআইডি’র দায়ের করা মামলার বিরুদ্ধে সাংসদের অনুযোগের অন্য রুপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!