এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ‘বিশেষ বাইক বাহিনীর’ থেকে সজাগ থাকতে গ্রামে-গ্রামে বিতর্কিত পোস্টার

তৃণমূলের ‘বিশেষ বাইক বাহিনীর’ থেকে সজাগ থাকতে গ্রামে-গ্রামে বিতর্কিত পোস্টার


  ময়ূরেশ্বর-২ ব্লকের উলকুণ্ডা গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ‘বিতর্কিত পোস্টার’ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। তবে অল্প সময়ের মধ্যেই এই চাঞ্চল্য ম্লান হয়ে যায়।  তৃণমূলের বিশেষ বাইকবাহিনীর হাত থেকে গ্রামবাসীদের সচেতন থাকার বার্তা সমৃদ্ধ ছিলো ঐ পোস্টারগুলি। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের দাবি এলাকার পরিস্থিতি অশান্ত করে তোলার জন্যে এটা বিজেপির চক্রান্ত। যদিও বিজেপি এই বিষয়ে কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাদের মতে এলাকাবাসীরাই বাস্তব পরিস্থিতি দেখে এই পোস্টার দিয়ে থাকতে পারেন। সাদা কাগজের ওপর কালো কালিতে লেখা পোস্টার গুলি জনবহুল এলাকাতে লাগানো হয়েছিলো। সকালে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেগুলিকে কে বা কারা যেন লোপাট করে দেয়। আচমকা এমন কান্ডে স্বভাবতই এলাকাবাসী বিস্মৃত। এ প্রসঙ্গে উলকুণ্ডা গ্রামপঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সামসের আলম বললেন, ” আমাদের পঞ্চায়েত এলাকা শান্তিপূর্ণ। বিজেপি গ্রামকে শুধু শুধু অশান্ত করার চেষ্টা করছে। এটা বিজেপির একটা চক্রান্ত হতে পারে।” অন্যদিকে এলাকার বিজেপির অঞ্চল সভাপতি হরিচরণ মণ্ডল এ বিষয়ে দাবি করে বললেন, “নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষ আসল কথাটা জানে।” এলাকার স্থানীয় মানুষজন বললেন,”আমরা আতঙ্কিত ফের কোনও হামলা হবে কি না এই ভেবে।” যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!