এখন পড়ছেন
হোম > রাজ্য > চিনতে না পেরে ‘সেমসাইড’, বিরোধী ভেবে নিজেদের প্রার্থীদেরই বেধরক পেটালো শাসকদল

চিনতে না পেরে ‘সেমসাইড’, বিরোধী ভেবে নিজেদের প্রার্থীদেরই বেধরক পেটালো শাসকদল

পঞ্চায়েত নির্বাচনের কাজের তোড়জোড়ে ভুলবসত ‘সেমসাইড’ বিরোধী ভেবে নিজেদের প্রার্থীদেরই বেধরক মারধরে করলো তৃণমূল এমনিই ঘটনা ঘটলো এদিন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেল তা এরকম-ব্লক অফিসের সামনে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কাজে দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা জড়ো হয়।অভিযোগও তোলা হয় যে বিরোধীদের মারধোর করে তাড়িয়ে দেওয়া নিয়ে। এরই মধ্যে প্রবেশ ঘটে এক অপরিচিত ব্যক্তির।তাকে বিরোধী ভেবে সন্দেহ করে শাসকদল আক্রমণ চালায়।আক্রান্ত ব্যক্তির কিছু বলার আগেই তার উপর নির্বিচারে চলতে থাকে কিল,চড়,ঘুষি।বেধড়ক মারধোর যখন চলছিলো তখন দলের দুজন চিনে ফেলে ওনাকে।তারাই এসে হামলাকারীদের থামায়।
পরিস্থিতি সামাল দিতে নিজেদের ভুল স্বীকার করে নেয় হামলাকারী শাসকদল।কীভাবে এরকম গুরুতর ভুল হল তা নিয়ে পরস্পরের উপর দোষারোপ ও বচসা শুরু হয়।কিন্তু কে বা কারা হামলা চালালো কিংবা হামলার শিকার তৃণমূল সমর্থকের নাম এখনো অব্দি জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!