এখন পড়ছেন
হোম > রাজ্য > এলাকার উন্নয়ন তুলে ধরতে পঞ্চায়েতের অভিনব প্রচারে তৃণমূল নেতা

এলাকার উন্নয়ন তুলে ধরতে পঞ্চায়েতের অভিনব প্রচারে তৃণমূল নেতা

অল্প কদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। বর্তমানে আদালতের স্থগিতাদেশে নির্বাচন প্রক্রিয়ার কাজকর্মের গতি কিছুটা হলেও রুদ্ধ হয়েছে। কিন্তু এসের মধ্যেও পুরুলিয়ার ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির এগারো নম্বর আসনের তৃণমূল প্রার্থী শেখ সুলেমান নিজের মতো করে দলের প্রচারাভিযানে ব্যস্ত রয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচন প্রচারের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন তাঁর ব্যক্তিগত পরিকল্পনায় নির্মিত এক ক্যালেন্ডার। তিনি এক অভিনব উদ্যোগ নিয়ে চলতি বছরের ইংরাজি ক্যালেন্ডার সাজিয়ে তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে দলের জেলা পর্যবেক্ষক তথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়,পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং জনগনের সম্মুখে নিজের হাত জোড় করা ছবি সহযোগে।নজরকারা পদ্ধতিতে নির্বাচনী প্রচারের প্রসঙ্গে শেখ সুলেমান বললেন, “প্রত্যেক বাড়িতেই ক্যালেন্ডারের প্রয়োজন রয়েছে। আর এই ক্যালেন্ডার ভোটারদের বাড়িতে দিয়ে দিতে পারলেই তাঁরা আমাকে অন্তত একবার মনে করবেনই।”  উল্লেখ্য গতবার এই আসন থেকেই প্রার্থী হয়ে জয়লাভ করেন শেখ সুলেমানের স্ত্রী হামিদা বানো। জয়লাভের পর তিনি ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হন। স্ত্রী’র সহায়তায় এলাকার নানা উন্নয়নের ছবিকে ক্যালেন্ডারে অর্ন্তভূক্ত করে প্রচার কাজ চালাচ্ছেন তিনি। শুধু এই টুকুই নয় সাথে রয়েছে তাঁর ব্যক্তিগত ইস্তেহার পত্র তাতে আছে নির্বাচনে জয়লাভ করলে এলাকার মানুষদের উন্নয়নের জন্যে তিনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!