এখন পড়ছেন
হোম > রাজ্য > দলের ‘মুখ পোড়ানো’ নেতাকে বহিষ্কারের জন্য রাজ্যনেত্রীকে চিঠি তৃণমূল কর্মী-সমর্থকদের

দলের ‘মুখ পোড়ানো’ নেতাকে বহিষ্কারের জন্য রাজ্যনেত্রীকে চিঠি তৃণমূল কর্মী-সমর্থকদের

কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে বলে খবর। তৃণমূল ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে সম্প্রতি রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক ভাস্কর দাসকে মারধরের অভিযোগ ওঠে। সূত্রের খবর, এদিন সিন্ডিকেটের বৈঠকে গৌরবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ইতিমধ্যেই তৃণমূল রাজ্য সংগঠনের সভানেত্রী জয়া দত্তের কাছে গৌরবকে বহিষ্কারের আর্জি জানিয়ে চিঠি পাঠানো হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫২ জন ছাত্রছাত্রী সই করে। চিঠিতে লেখা হয়, ‘তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হিসাবে গৌরবর আচরণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের পরিপন্থী বলে আমরা মনে করি। এমতাবস্থায়, সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে গৌরবকে বহিষ্কার করার আর্জি জানাচ্ছি আমরা’। এদিন টিএমসিপির রাজ্য স্তরের নেতা মণিশঙ্কর মন্ডল জানান, ”রাজ্য সভানেত্রী এ নিয়ে বলতে পারবেন।” অন্য এক নেতা আব্দুল কাইয়ুম মোল্লার কথায়, ”গৌরবকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছেন বলে শুনেছি। চিঠির বিষয়ে কিছু বলব না।” এদিকে জয়ার সাথে এদিন ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!