এখন পড়ছেন
হোম > রাজ্য > “পুলিশ, বিডিওকে পটল তুলতে হবে” বলে বিতর্ক বাড়ালেন তৃণমূলের হেভিওয়েট নেতা

“পুলিশ, বিডিওকে পটল তুলতে হবে” বলে বিতর্ক বাড়ালেন তৃণমূলের হেভিওয়েট নেতা

পুলিশকে হুমকি দেবার অভিযোগ উঠলো তৃণমূলের হেভিওয়েট নেতা কোচবিহার তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। এদিন সকল থেকেই কোচবিহার বিডিও অফিস চত্বর উতপ্ত হয়ে রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে।তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিরোধীদেরকে মারধর করেছে ছাড় পাননি সাংবাদিকরাও। পাঁচজন সাংবাদিক কোচবিহার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি খাটিয়ে দেখতে সেখানে আসেন রবীন্দ্রনাথ ঘোষ।সেখানে কোচবিহার থানার আইসি সমীর পালকে দেখে তাঁর কাছে গিয়ে তাঁকে নানা প্রশ্ন করার পাশাপাশি হুমকি দেন বলে অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রবীন্দ্রনাথবাবু প্রশ্ন করেন, “সাংবাদিকদের উপর এভাবে কেন আক্রমণ হল ? কী করছেন ? কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছেন। কী করছেন ?” পুলিশ আধিকারিক “ম্যানেজ করার চেষ্টা করছি।” বললে তিনি আরো রেগে যান।পাল্টা জানান, “ম্যানেজ করলে এত ঝামেলা, এত ভিড় কেন ? এখানে বিশৃঙ্খলা তৈরি হতে দেবেন না। কে কোথায় কী করছে আর আমার দলের উপর চাপ এসে পড়ছে। আর আপনি পুতুলের মতো দাঁড়িয়ে আছেন। কী ? কী ইন্টারেস্ট আপনার ? কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না। সব জায়গায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। আর আপনার এখানে কেন এরকম হচ্ছে ? ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে। সাংবাদিকদের মারছে। এর ফলে ইলেকশনটা কী হবে জানেন ? কেঁচিয়ে যাবে। আপনাকেও পটল তুলতে হবে। আর বিডিও সাহেবকেও পটল তুলতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!