এখন পড়ছেন
হোম > রাজ্য > বামেদের সমর্থন নিয়ে পাশ হলো তৃণমূলের বাজেট, বাড়ল জল্পনা

বামেদের সমর্থন নিয়ে পাশ হলো তৃণমূলের বাজেট, বাড়ল জল্পনা

এদিন বামেদের সমর্থন নিয়ে পাশ হলো তৃণমূলের বাজেট,ফলে ২০১৯ এর জোট নিয়ে ফের বাড়লো জল্পনা। তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার পুরসভা ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেট পাশ করল আর এটা সম্ভব হলো কেবলমাত্র বিরোধী বাম কাউন্সিলরদের সমর্থনের ভিত্তিতেই। এই বাজেট প্রস্তাব পেশের ক্ষেত্রে যদিও বাম শিবির থেকে বেশ কিছু বিকল্প প্রস্তাব দেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং সেই প্রস্তাব মেনে নিলে বাজেটের পক্ষে সমর্থন জানায় বাম কাউন্সিলররা। বাজেট পেশ বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার মোট ২০ জন কাউন্সিলারের মধ্যে মাত্র বামেদের পাঁচ, তৃণমূল কংগ্রেসের সাত ও নির্দল তিন জন কাউন্সিলর।এদিন ২০১৮-১৯ অর্থবর্ষে ১৪ কোটি ২৫ লক্ষ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়। উল্লেখ্য এই আর্থিক বছরে পুরসভার আয় ধরা হয়েছে ৭৯ কোটি ১০ লক্ষ ৫৯ হাজার ৩৯৯ টাকা। অন্যদিকে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৮৪ লক্ষ ৬১ হাজার ৭৩০ টাকা। উদ্বৃত্ত বাজেট ১৪ কোটি ২৫ লক্ষ ৯৭ হাজার ৬৬৯ টাকা। এই প্রসঙ্গে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং বললেন “পুর-এলাকার নাগরিক স্বাচ্ছন্দ্য ও উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। পুরসভার যে সকল সম্পত্তি রয়েছে সেই সব থেকে আয় বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।বর্তমান করের কাঠামোতে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তাই নতুন করে কর অ্যাসেসমেন্ট করা হয়েছে।” এদিকে কোচবিহার পুরসভার বিরোধী বাম নেতা মহানন্দ সাহা এই বাজেটকে দিশাহীন দাবি করে বললেন ,”ই বাজেটের বিকল্প বাজেটের প্রস্তাব বামেদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। চেয়ারম্যান সেই প্রস্তাব মেনে নেওয়ায় তাঁরা বাজেট সমর্থন করেছেন। আজকের বাজেট বৈঠকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ছিল।” আর এই সমর্থন ঘিরেই জল্পনা শুরু তবে কি মুখে যায় বলুক বামেরা ২০১৯ এ মহাজোট হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!