এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হতেই অঙ্ক মেলাতে ঘুম ছুটছে শাসকদলের

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হতেই অঙ্ক মেলাতে ঘুম ছুটছে শাসকদলের

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনের সমাপ্তির পরে রাজ্যের শাসক দল ব্যস্ত তাদের অন্যরকম কর্মসূচী নিয়ে। এই কর্মসূচী হলো পেশ হওয়া বাড়তি প্রায় ১৫,০০০ মনোনয়ন পত্র বাছাই এবং প্রত্যাহার। জানা গেছে গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমতি এবং জেলা পরিষদ সব মিলিয়ে ১৪,৯৮৯ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোট আসনের থেকে অতিরিক্ত মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে কিছু গোঁজ প্রার্থী থাকলেও তা এমন কিছুই নয়। নিয়ম অনুযায়ী, দলের নির্দিষ্ট পদাধিকারীর সই সম্বলিত প্রতীক মনোনয়নের সঙ্গে জমা দিতে হয় কোনও প্রার্থীকে। সেই প্রতীক মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বা স্ক্রুটিনির সময়েও জমা দেওয়া যায়। যিনি সেই দলীয় প্রতীকের কাগজপত্র জমা দিতে পারবেন, তাঁকেই সেই দলের সরকারি প্রার্থী হিসেবে মান্যতা দেবে নির্বাচন কমিশন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ম মানলে প্রতি আসনে একজন তৃণমূল কংগ্রেস প্রার্থীরই দলীয় প্রতীক পাওয়া উচিত । কিন্তু সেই প্রতীকের  চিঠি কে পাবেন সেই নিয়ে এখন দলের অন্দরে তীব্র মতান্তর চলছে। এক একটি জেলার জন্যে এক এক জন নেতা দায়িত্বে আছেন। তাঁরা এই জটিলতা কাটাতে দফায় দফায় জেলা নেতৃত্বের সাথে বৈঠক করছেন। দলীয় প্রতীক পেয়ে একটি আসনে একজন তৃণমূল কংগ্রেস কর্মী প্রার্থী হিসেবে মনোনীত হলেও সমস্যা থেকে যাচ্ছে। যেটা হলো দলীয় প্রতীক না পাওয়া তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের মনোনয়ন পত্রের প্রয়োজনীয় সব তথ্য ঠিক থাকলে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। কিন্তু এইরকম কতজন বিক্ষুদ্ধ দলীয় কর্মী নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন তার সঠিক কোনো হিসেবে পাওয়া যাচ্ছেনা। এই নিয়ে যথেষ্টই উদ্বেগে দিন কাটাচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এখন জমা পড়া মনোনয়নপত্র থেকে আসনের অনুপাতে প্রার্থী বাছাই করাই শুধু নয় নির্দল প্রার্থীদের সংখ্যাটাও হ্রাস করতে হবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার তালিকা থেকে। তবে তৃণমূল কংগ্রসে সূত্রের খবর অনুয়ারী অনেক নেতাই এই নিয়ে চিন্তার বিশেষ কারণ দেখছেন না। এক্ষেত্রে যদিও বিক্ষুদ্ধ প্রার্থী নির্দল হিসেবে জয়লাভ করেও থাকেন তাহলে তাকে পুনরায় দলে বহাল করতে কোনো অসুবিধা হবেনা বলেই তাঁরা দাবি করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!