এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল ‘কলসি নিয়ে নাচে’, ‘নাটকের দল, ভালো নাটক করে’: মুকুল রায়

তৃণমূল ‘কলসি নিয়ে নাচে’, ‘নাটকের দল, ভালো নাটক করে’: মুকুল রায়

তৃণমূল ‘কলসি নিয়ে নাচে’, ‘নাটকের দল, ভালো নাটক করে’: মুকুল রায়। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে ঘটানোর দাবিতে এবং তৃণমূলের সন্ত্রাস রুখতে এদিন রাজ্য নির্বাচন কমিশন দফতরের সামনে ধর্নায় বসলেন একসময়ের মমতা ঘনিষ্ঠ বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “সংসদে তৃণমূল কংগ্রেস কখনও কলসি নিয়ে নাচে, কখনও আবার কালো কাপড় বেঁধে হইচই করে। ওরা একটা নাটকের দল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নাটকটা ভালই জানে।” এরপর প্রায় ৪০ মিনিট ধরে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংয়ের সাথে কথা বলেন মুকুল রায়। বৈঠকের পর তিনি জানান, “বিজেপির যাঁরা মনোনয়ন দিতে পারেননি, তাদের বিষয়গুলি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন কমিশনার।” নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে ঘটানো উদ্যেশ্যে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানান দিয়েছেন। এদিকে তৃণমূলের অভিযোগ বিজেপির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার মূল উদ্যেশ্যই হলো নির্বাচন প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করা। এর পরিপ্রেক্ষিতে মুকুল রায় পাল্টা জবাবে বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ক্ষমতা দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে হয়, সেই জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। নির্বাচন প্রক্রিয়াতে বাধা দিতে নয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!