এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে আজকের চার ঘন্টার দিকে তাকিয়ে শাসক-বিরোধী-আমজনতা

উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে আজকের চার ঘন্টার দিকে তাকিয়ে শাসক-বিরোধী-আমজনতা


আগামী কয়েক ঘন্টা চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে অতিবাহিত হবে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার,বিরোধী আর আমজনতার । রাজ্যের হাইকোর্টের নির্দেশে ২৩ শে এপ্রিল মনোনয়নপত্র পেশের জন্যে  অতিরিক্ত দিন হিসেবে বরাদ্দ হয়েছে।আজ বেলা ১১টা থেকে দুপুর ৩টে অবধি সময় মনোনয়নপত্র গ্রহণের জন্যে ধার্য হয়েছে। এই দিনকে ঘিরে রাজনৈতিক মহল সহ নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ প্রশাসন সকলেরই উত্তেজনা চরমে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুদিন আগেই রাজ্য বিজেপি দাবি করেছে যে তাঁদের দলীয় কর্মীরা আনুমানিক ১৯০০০  মনোনয়নপত্র সুষ্ঠভাবে পেশ করতে বাধা পেলে পুনরায় আদালতে অভিযোগ দায়ের করবে। তবে একটা বিষয় যে এদিন শধু বিজেপি নয় সব কটি বিরোধী দলের মনোনীত প্রার্থীরাই তাঁদের মনোনয়নপত্র পেশের জন্যে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাবে। সংবাদমাধ্যমের নজর থাকবে প্রতিটি মনোনয়নপত্র পেশ কেন্দ্রে ওপরে। এখন দেখার বিষয় হলো এই যে , যেখানে রাজ্যের শাসক দলের সদস্য ও স্থানীয় সদস্যরা আগাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করার অনুমান করে বিজয় উৎসব পালন করে ফেলেছেন সেইসব কেন্দ্রে আদলত নির্ধারিত মনোনয়নপত্র পেশের এই অতিরিক্ত দিনে বিরোধী দল্গুলির তরফ থেকে কোনো মনোনয়নপত্র  আদৌ জমা পরে কী না !

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!