এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের হাত ধরে লোকসানে ধুঁকতে থাকা পরিবহন সংস্থা ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে

শাসকদলের হাত ধরে লোকসানে ধুঁকতে থাকা পরিবহন সংস্থা ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে


আয় বৃদ্ধির উদ্দেশ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC) এবার সরকারি বাসের পিছনে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন লাগানোর সিদ্ধান্ত নিলো। সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী জানালেন এই বিজ্ঞাপন থেকে ভালোই আয় বৃদ্ধি হচ্ছে। বেশ কবছর আগে অবধি লোকসানের তালিকায় উচ্চ আসনে ছিলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তবে ধীরে ধীরে সেই অবস্থার মোকাবিলা করে আয় বৃদ্ধি করা সম্ভব হয়েছে এই সংস্থার। বর্তমানে সংস্থার আয় পূর্বের তুলনায় অনেক ভালো হয়েছে। আগামী দিনেও এই আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বিজ্ঞাপনের সাহায্য নেওয়া হয়েছে। এদিন মিহির বাবু বললেন, “২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পান মন্ত্রী গৌতম দেব। এরপর থেকেই বাড়তে শুরু করে সংস্থার আয়। তবে আয় আরও বাড়াতে সরকারি বাসের পিছনে বিজ্ঞাপন দেওয়ার চিন্তাভাবনা করা হয়। মাসতিনেক আগে একটি সংস্থার সঙ্গে ২ লাখ টাকার চুক্তি হয়েছে। NBSTC-তে অধীনে কমপক্ষে সাড়ে আটশো বাস রয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি বাসে ইতিমধ্যেই বিজ্ঞাপন লাগানো শুরু হয়ে গেছে। তবে বেশিরভাগ বাসে এখনও বিজ্ঞাপন লাগানোর কাজ বাকি রয়েছে। কতগুলো বাসে বিজ্ঞাপন দেওয়া হবে, তা ঠিক করবে বরাতপ্রাপ্ত সংস্থা। চুক্তি অনুসারে টাকা ওই সংস্থা দেবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!