এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে ঐতিহাসিক জয়ের পরেও চূড়ান্ত সমস্যায় গেরুয়া শিবির

ত্রিপুরাতে ঐতিহাসিক জয়ের পরেও চূড়ান্ত সমস্যায় গেরুয়া শিবির

সম্প্রতি সমাপ্ত ত্রিপুরা নির্বাচনে জয়লাভের পর খুশির হাওয়া চলছিল বিজেপির সর্বত্র কিন্তু তা আর দীর্ঘস্থায়ী হলো না। জোটসঙ্গীর আবদারে আপাতত অস্বস্তিতে বিজেপি। এদিন বিজেপির জোটসঙ্গী আইপিএফটি বিজেপির কাছে দাবি করেন যে উপজাতি বিধায়ককে মুখ্যমন্ত্রী করার । সূত্রের খবর ত্রিপুরা রাজ্যভাগের দাবি সহ বিধায়কদের প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং উপজাতি বোধায়কদের থেকেই মুখমন্ত্রী নির্বাচনের দাবি জানান আইপিএফটির সভাপতি এনসি দেবশর্মা। তিনি বলেন,” কোনও উপজাতি বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হলে এখানকার ভূমিপুত্ররা ন্যয়বিচার পাবেন। তাছাড়া উপজাতি, ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী পদে বসানো উত্তরপূর্বের রীতিও।” সম্মানজনক স্থান না পেলে তারা বিজেপিকে বাইরে থেকেই সমর্থন করবে বলে জানিয়ে দেন তিনি।প্রসঙ্গত,ত্রিপুরা বিধানসভা ভোটে বিজেপি ও আইপিএফটি জোট মোট ৪৩ টি আসন জেতে যার মধ্যে ৮ টি আসন পেয়েছে আইপিএফটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!