এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর


রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এদিন জানালেন ত্রিপুরার সরকারি স্কুলগুলিতে শীঘ্রই এনসিইআরটির সিলেবাস চালু করা হবে। প্রাক্তন বাম সরকারের সমালোচনা করে বর্তমান মুখ্যমন্ত্রী বললেন শীঘ্র এনসিইআরটির সিলেবাস চালু নিয়ে রাজ্য সরকার কমিটি গঠন করতে চলেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য অনুষ্ঠিত নীতি আয়োগের প্রথম বৈঠকে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “তিনি চান উন্নত শিক্ষা। সংখ্যায় বেশি শিক্ষার পক্ষপাতি তিনি নন। ত্রিপুরায় সাক্ষরতার হার এই মুহূর্তে ৯৫ শতাংশ। যা দেশের মধ্যে সব থেকে বেশি। নর্থ-ইস্ট ফোরামের বৈঠকে তিনি সবার জন্য শিক্ষা এবং সবার জন্য স্বাস্থ্যের ওপর জোর দিয়েছেন।” রাজ্যে আড়াই দশকের বেশি সময় রাজত্ব করা বাম শাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বললেন, পূর্বতন বাম সরকার মাও জে দং-এর শিক্ষা দিতে গিয়ে হিন্দু রাজাদের কথা ভুলে গিয়েছিল। সরকারি স্কুল থেকে মহাত্মা গান্ধীকেও সরিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন। তিনি রাজ্যে এনসিইআরটির সিলেবাস চালুর কথা জানিয়ে তিনি বললেন  সেই সিলেবাসে ত্রিপুরার ইতিহাস সমৃদ্ধ। তিনি আরোও বললেন “রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির বই-তে রাশিয়া ও ফরাসি বিপ্লবের কথা রয়েছে। রয়েছে নিজাম, মার্কস আর হিটলারের কথাও। কিন্তু ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কথা নেই। এমন কী রানি লক্ষ্মীবাই আর সুভাষচন্দ্র বসুর কথাও নেই।” এমনকি এদিন তিনি বললেন তাঁর ক্ষমতায় আসার আগে অর্থাৎ রাজ্যে বাম শাসন কালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর টেবিলে ভারতীয় পতাকা ছিল না। তিনি প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রীর টেবিলে জাতীয় পতাকা রাখার বন্দোবস্ত করেছেন বলে জানিয়েছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!