এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় পরিবর্তন হতেই সপ্তম বেতন কমিশন, বাংলাকেও একই স্বপ্ন বিলি গেরুয়া শিবিরের

ত্রিপুরায় পরিবর্তন হতেই সপ্তম বেতন কমিশন, বাংলাকেও একই স্বপ্ন বিলি গেরুয়া শিবিরের

কয়েক দশকের বাম শাসনের অবসানে পর ক্ষমতায় আসা বিজেপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রথম পদক্ষেপ শপথ নেওয়ার কদিনের মধ্যেই নিয়ে নিলেন। এদিকে প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গে বাম সরকারের দীর্ঘ শাসনের অবসানের পরে ২০১১ তে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারী কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনেই আটকে রেখেছেন । শুধু তাই নয় ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও এক বছর, অর্থাৎ ২০১৮ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।বিজেপির রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, ‘রাজ্য সরকারি কর্মচারি পরিষদ’ ১৭ মার্চ মুরলীধর সেন লেনে জমায়েতের আয়োজন করেছে। আগামী ২২ মার্চই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের সভা রয়েছে। বিজেপির রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, রাজ্য সরকারি কর্মচারি পরিষদ আহ্বায়ক দেবাশীষ শীল এদিন সংবাদ মাধ্যমকে বললেন, ”আমরা তো ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে দেখাও করে এসেছি। এই বিষয়টা নিয়ে আমরা যতটা লড়াই করার করব।পঞ্চায়েত ভোটের আগেই এই বিষয়টি বিজেপির অন্যতম হাতিয়ার হবে। ব্লকে ব্লকে সরকারি কর্মীরা উচিত বেতন পাচ্ছেন না। তাঁরা কাজ করছেন এবং বঞ্চনার স্বীকারও হচ্ছেন। এ ভাবে চলতে পারে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!