এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা মডেলের সফল প্রতিস্থাপন পঞ্চায়েতেই ঝালিয়ে নিতে চায় বঙ্গ বিজেপি

ত্রিপুরা মডেলের সফল প্রতিস্থাপন পঞ্চায়েতেই ঝালিয়ে নিতে চায় বঙ্গ বিজেপি


ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর , পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বুথের নিম্নস্তরে গিয়ে টোলাভিত্তিক ‘পান্না’ কমিটির মতন সাংগঠনিক কাঠামো গড়তে তৎপর হয়ে উঠেছে রাজ্য বিজেপি। এমনিতেই আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনকেই মহড়া হিসেবে গণ্য করছে গেরুয়া শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বললেন, “ত্রিপুরাতে যেভাবে আমাদের জয় এসেছে সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেতে আমরা ওই রাজ্যের নির্বাচনী কৌশলকেই মডেল করছি। একেবারে বুথের নীচে ‘পান্না’ কমিটি গড়ে পঞ্চায়েতে লড়াই করার নির্দেশ জারি করেছে রাজ্য কমিটি।” উল্লেখ্য রাজ্যে মোট বুথের সংখ্যা ৫৮,৪৬৭টি। প্রত্যেকটি বুথে অন্তত চারটি-পাঁচটি করে টোলা আছে। প্রত্যেকটি টোলাতে একটি করে কমিটি গঠনের কাজ হচ্ছে। এই কমিটির মাথায় একজন করে ‘পান্না’ সভাপতি থাকবেন। এছাড়া ওই কমিটিগুলিতে সদস্য থাকবেন চার থেকে পাঁচজন। এই সদ্যদের কাজ হবে টোলার অধিকাংশ ভোট যাতে গেরুয়া শিবিরে পড়ে সেদিকে নজর রাখা। আবার দলের রাজ্য কমিটির আরেক সদস্য তথা পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো বললেন, “এই ‘পান্না’ কমিটি শুধু রাজনীতি বা ভোট আদায় করবে না। এলাকায় মানুষের সঙ্গে মিশে তাদের সুখ-দুঃখে থাকবে। হাসপাতালে অসুস্থের পাশে দাঁড়ানো, রক্ত দেওয়া, দরিদ্র পরিবারের বিয়ে বাড়িতে সাহায্য করা। এমনকী মৃতদেহ দাহ করতে শ্মশানে যাওয়া। যাতে ভোটের সময় ‘পান্না’ কমিটি যা বলবে তাই করবেন তারা।” এখন প্রতিবেশী রাজ্যে সাফল্য আনা নয়া সমীকরণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে , সেটা জানার জন্যে কেবল সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!