এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে উন্নয়ন দাপিয়ে বেড়াচ্ছে – উন্নয়নের মাথায় হেলমেট, মুখে রুমাল, অথচ মুখ দেখাতে ভয়

রাজ্যে উন্নয়ন দাপিয়ে বেড়াচ্ছে – উন্নয়নের মাথায় হেলমেট, মুখে রুমাল, অথচ মুখ দেখাতে ভয়

ফের একবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে মুখ খোলেন বামেদের চেয়ারম্যান বিমান বসু।
তিনি এদিন বলেন”রাজ্যে অন্ধকারের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। এই অন্ধকারের মধ্যে মশাল জ্বেলেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।” এদিন চুপ করে থাকেন নি সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রে ও। তাঁর গলাতেও শোনা যায় প্রতিবাদের স্বর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বলেন,”রাজ্যে উন্নয়ন দাপিয়ে বেড়াচ্ছে। উন্নয়নের মাথায় হেলমেট, মুখে রুমাল। তারা মুখ দেখাতে ভয় পাচ্ছে! উন্নয়নের নামে যে অন্ধকার চেপে বসেছে, তার থেকে আলোর দিকে যাওয়ার জন্য বামপন্থীদের সামনে থাকতে হবে।” এদিন ফের ‘দিদিভাই-আর মোদিভাই সেটিংস’ এর কথা উল্লেখ করেন। দিল্লির সাম্প্রদায়িক বৈঠকের উদাহরণ দিয়ে এদিন কটাক্ষের ভঙ্গিতে বলেন, “গাঁধীজির সার্ধশতবর্ষ নাকি পালন করবেন মোদী এবং আরএসএস। গাঁধীজির ব্যাপারে তাদের পরামর্শ দিয়ে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী। নানা বিষয়েই স্পষ্ট, তৃণমূল আর বিজেপির বোঝাপড়া আছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!