এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উন্নয়নে আস্থা রেখেই জঙ্গলমহলে ব্যতিক্রমী শান্তিপূর্ণ প্রচার তৃণমূলের

উন্নয়নে আস্থা রেখেই জঙ্গলমহলে ব্যতিক্রমী শান্তিপূর্ণ প্রচার তৃণমূলের

উন্নয়নে আস্থা রেখেই জঙ্গলমহলে ব্যতিক্রমী শান্তিপূর্ণ প্রচার তৃণমূলের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্য জুড়ে যখন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তখন জঙ্গলমহলের বেড়ালা গ্রামের তৃণমূল কর্মীরা আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন প্রথম পঞ্চায়েত ভোটের প্রচারে এমনটাই সমর্থকদের উদ্যেশ্যে বললেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রতুল মাহাতো। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় যে মাও আতঙ্ক ছিল তৃণমূল ক্ষমতায় আসার পর তা ধীরে ধীরে কেটেছে। এই সমস্ত বার্তা নিয়েই এদিন সকালে গাছের তলায় খাটিয়া পেতে তৃণমূল কর্মীদের রণনীতি বোঝালেন প্রতুল মাহাতো। তিনি দলের ওপর সম্পূর্ণভাবে আস্থা রেখে এদিন বলেন,.”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় যেভাবে জঙ্গলমহলে উন্নয়ন করেছেন তাতে আমাদের আর কষ্ট করে ভোট চাইতে হবে না। শুধু সরকারি প্রকল্পের সুবিধাটুকু মানুষের ঘরে-ঘরে গিয়ে মনে করিয়ে দিতে হবে।” মূলত লাঠালাঠি, রক্তারক্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটপর্বে গণতন্রে আস্থা রাখছে জঙ্গলমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!