এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদিকে চিন্তায় ফেলে উত্তরপ্রদেশে বিজেপির বিজয়রথ থামাতে ‘ফর্মুলা’ বের করে ফেলল বিরোধীরা

মোদিকে চিন্তায় ফেলে উত্তরপ্রদেশে বিজেপির বিজয়রথ থামাতে ‘ফর্মুলা’ বের করে ফেলল বিরোধীরা

উত্তরপ্রদেশের উপনির্বাচনে হারের পর মায়াবতী- অখিলেশ জোটকে ভাঙতে তৎপর হয়ে ওঠে বিজেপি। যদিও মায়া- অখিলেশ এই জোট অক্ষুন্ন রাখার কথা দৃঢ়ভাবে জানিয়ে দেন। গত বার বিরোধী ভোট ভাগাভাগি হতে ৮০ টি আসনের মধ্যে ৭০ টি আসন কেড়েছিল বিজেপি। মায়াবতীর দল একটি আসন না পেলেও ৩৩ টি আসনে দ্বিতীয় ও অখিলেশের দল ৫ টি জিতে দ্বিতীয় স্থানে ৩২ টি এবং কংগ্রেস ২ টিতে জিতে ৬ টিতে দ্বিতীয় স্থানে ছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে বিরোধীরা একজোট হলে বিজেপি ধরাশায়ী হবে আর তাই আসন ভাগের কাজটি তাড়াতাড়িই সেরে ফেলতে চায় বিরোধী জোট। বিজেপি বিরোধী জোট অক্ষুন্ন রাখার প্রসঙ্গে সপার এক নেতা জানান, ”লোকসভার পর বিধানসভায় বিএসপি-র ভোটের হার বড়লেও সপা-র কমেছে। কিছু আমাদের ছাড়তে হবে, কিছু তাদেরও। তবেই তো জোট হবে।” মায়াবতী শিবির সূত্রের খবর, দিল্লির কুর্শিকে পাখির চোখ করে অখিলেশকে মুখ্যমন্ত্রী পদে রেখেই এত তৎপর মায়াবতী।আর তাই রাজনৈতিকমহল মনে করছে উত্তরপ্রদেশে বিজেপির বিজয়রথ থামাতে ‘ফর্মুলা’ বের করে ফেলল বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!