এখন পড়ছেন
হোম > রাজ্য > স্ত্রীর নামে দুর্নীতি ও জালিয়াতির মামলা শুরু, বিপাকে সূর্য্যকান্ত মিশ্র

স্ত্রীর নামে দুর্নীতি ও জালিয়াতির মামলা শুরু, বিপাকে সূর্য্যকান্ত মিশ্র


এবার খবরের শিরোনামে সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র।একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জালিয়াতি এবং অসৎ উপায়ে ভুয়ো ও জাল নথি পেশ করে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা লাভ করা,জেনে শুনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের অধীন জাতীয় এডস প্রতিরোধ ও গবেষণা সংস্থার(ন্যাকো) নির্দেশিকা অমান্য করা,সরকারি তহবিল তছরুপ ও অন্যদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিল ও ভাউচার লুকিয়ে প্রমাণ লোপাটকান্ডে অভিযুক্ত হয়েছেন ঊষাদেবী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়াও সুদীপ মিশ্র,কার্তিক আচার্য,দিব্যেন্দু মিশ্র ও সরকারি অফিসার শক্তি কাপুর রয়েছেন অভিযুক্তদের তালিকায়।এদিন ঊষাদেবী ও অভিযুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক( ২ নম্বর বেঞ্চ) কুমকুম সিংহের আদালতে চার্জ গঠন হয়।চার্জে উল্লিখিত রয়েছে,রাজনৈতিক কারণে ঊষাদেবী অন্যায় সুবিধা পেয়েছেন।সরকারি কৌৃসুলি তমাল মুখোপাধ্যায় জানান,ঊষার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ১৩ নম্বর ধারা এবং ভারতীয় দন্ডবিধির ২০১,৪৬৮,৪০৯,৪২০ ও ১২০বি ধারায় চার্জ গঠন করা হয়েছে।আগামী ১৩ জুন বিচারক মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন।যদিও বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ শোনালে ঊষাদেবী ও বাকি চারজন জানান যে তাঁরা নির্দোষ, অপরাধ করেননি।
যে সময়ে দুর্নীতি হয়েছে বলে জানানো হয়েছে সেসময় সূর্যকান্ত মিশ্র ছিলেন স্বাস্থ্যমন্ত্রী,রাজ্যে ছিল বাম শাসন।টিএমসি ক্ষমতায় আসার পর,৯/৩/২০১৫ তে রাজ্যপুলিশের দুর্নীতি দমন শাখা তদন্তে নামেন সূর্যকান্ত মিশ্রের স্ত্রীর সংস্থার বিরুদ্ধের এফআইআরের ভিত্তিতে।তারপর তাঁরা চার্জশিট পেশ করেন ২০১৬ সালে।উক্ত ঘটনার নিরিখে বিরোধীরা আওয়াজ তুলে বলেছেন যে প্রতিহিংসামূলক মনোভাব থেকেই ঊষা মিশ্রের বিরুদ্ধে এই ধরনের মামলা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!