এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নবান্ন কমিশনকে জানিয়ে দিলো কবে ভোট চায় রাজ্য

নবান্ন কমিশনকে জানিয়ে দিলো কবে ভোট চায় রাজ্য

জানা গেছে আজ ১৪ ই মে একদফায় ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। নবান্ন থেকে ফ্যাক্স করে জানিয়েছে রাজ্য সরকার। আর ১৬ ই মে ভোট গণনা চাইছেন।পাশাপাশি ৫৮ হাজার পুলিশ দেওয়া হবে ৫৮ হাজার বুথে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সরকারের এই প্রস্তাব ভেবে দেখছে কমিশন। এবং তাই এখন কমিশিনের সাথে যুগ্ম সচিব ও কমিশন বৈঠকে বসেছেন। কিছুক্ষনের মধ্যেই জানানো হতে পারে ভোটের দিনক্ষণ।প্রসঙ্গত, কমিশন শিগগিরই বৈঠক না ডাকলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে রাজ্য সরকার এমন হুঁশিয়ারি দেওয়াও হয়েছে। এর পর কমিশন বৈঠকে বসেছে। ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!