এখন পড়ছেন
হোম > জাতীয় > মহেশতলা প্রমাণ করে দিল বাহিনী দিয়ে ভোট হয় না: তীব্র কটাক্ষ তৃণমূলের

মহেশতলা প্রমাণ করে দিল বাহিনী দিয়ে ভোট হয় না: তীব্র কটাক্ষ তৃণমূলের

মহেশতলা উপ নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাফল্যের ঘটনায় উচ্ছ্বসিত দলের নেতা , কর্মী এবং সমর্থকেরা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী ঘোষণার পর থেকে, মনোনয়নপত্র পেশ , নির্বাচন এমনকি পুর্ন নির্বাচনের সময়েও হিংসা এবং সন্ত্রাসের ধারা অব্যাহত ছিলো। সেই অভিযোগের কেন্দ্রে ছিলো শাসক দল তৃণমূল কংগ্রেস। নানা মহলের দাবি কে মান্যতা মহেশতলায় বিধানসভা উপ নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুয়ারী এই নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এই কেন্দ্রে তৃনমূল কংগ্রেস প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ প্রসঙ্গে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, “মহেশতলা প্রমাণ করে দিল বাহিনী দিয়ে ভোট হয় না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শেষ কথা বলে মানুষের সমর্থনই।” এদিন শাসক দলের শীর্ষ সারির নেতা পার্থ চট্টোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের সমস্ত অভিযোগ স্বভাবতই প্রতিহত করে তিনি বললেন, “আসলে ওরা নির্বাচনকে ভয় পায়। কারণ নির্বাচনে মুখোমুখি হতে গেলে যে সংগ্রামের ইতিহাস, মানুষের জন্য লড়াইয়ের ইতিহাস দরকার, তা তো ওদের নেই। সেগুলো বাদ দিয়ে বাকি সবকিছুই করেছে, কী করে নির্বাচনকে কলুষিত করা যায়, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা যায়, তার চেষ্টা করেছে বারবার। এই উপনির্বাচন প্রমাণ করল, এটা মানুষের জয়। সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে সংহতির জয়, মৈত্রীর জয়। সর্বোপরি মিথ্যাচার, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা কুত্‍সা করেছে তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন মহেশতলার নাগরিকরা। আমরা তাঁদের ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করি।” এখানেই শেষ নয় পার্থ বাবু আরোও বললেন, “কেউ কেউ পঞ্চায়েত নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, সেসব এখনও কানে বাজে। একটা জিনিস তো পরিষ্কার ভোট হলেও হার, না হলেও হার। জনগণের ইচ্ছাই শেষ কথা। বাহিনী দিয়ে ভোট হয় না, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে ভোট করাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই তাই আবার আস্থা রেখেছে জনগণ। কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনও বাহিনী যে বড় বিষয় নয় তা দেখা গেল। বিষয় হচ্ছে ভোটাররা। সেখানে আধা সামরিক না সিভিক ভলান্টিয়ার থাকল সেটা বড় কথা নয়।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!