এখন পড়ছেন
হোম > রাজ্য > উন্নয়ন হলে ফাঁকা মাঠে গোল কেন? প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

উন্নয়ন হলে ফাঁকা মাঠে গোল কেন? প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী


রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ভাবে হিংসা ও সন্ত্রাসের ঘটনায় রাজ্যের মানুষ সহ বহু বরিষ্ঠ নেতারাও আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাসুদেব আচারিয়া, রামচন্দ্র ডোমের মতো প্রাক্তন সাংসদ। রাজ্য জুড়ে ঘটে চলা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো মন্তব্য না করলেও এই রাজ্যের প্রায় রাজনৈতিক অচলাবস্থার পরিবেশ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বললেন ত্রিপুরায় শাসক বিজেপি এবং বাংলায় তৃণমূল যা করছে, দু’টোই গণতন্ত্রের উপরে আক্রমণ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস শুরু হয়। তার জের বিজেপির সরকার বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেও বহাল রাখে বলে তিনি এদিন জানালেন। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ্য করে এই সন্ত্রাসের ঘটনায় চিন্তিত মানিক বাবু সংবাদমাধ্যমের কাছে প্রশ উত্থাপন করলেন, ”বাংলায় ফাঁকা মাঠে ডজন ডজন গোল দেওয়ার চেষ্টা হচ্ছে! অথচ সরকার এবং শাসক দল বলছে, তারা উন্নয়নের কাজ করেছে বিস্তর। মানুষও তাদের দু’হাত তুলে সমর্থন করেছেন। তা হলে ভোটে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে এত বাধা কেন? ” বর্তমান ত্রিপুরার বিরোধী দলনেতা আরোও দ্বিধা জাহির করে বললেন,”শাসক দলের কাজকর্মেই প্রশ্ন দেখা দিচ্ছে, তা হলে কি তাদের বক্তব্য এবং বাস্তবের মধ্যে ফারাক আছে?” ত্রিপুরায় নতুন সরকারের উন্নয়ন কার্যে বিরোধীদের পাশে থাকা এবং অনৈতিক কাজের সমালোচনা প্রসঙ্গে মানিক বাবু বিস্তারিত ভাবে এদিন বললেন,”ভোটের ফলে আমাদের পরাজয় এবং বিজেপির জয় তো আমরা স্বীকার করে নিয়েছি। আমাদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছি। তার পরেও রোজই কোথাও না কোথাও হামলা চলছে। এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ‘চলো পাল্টাই’ হয়েছিল এ সব করার জন্যই?” বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণেই ত্রিপুরার নতুন রাজ্য সরকারের মন দেওয়া উচিত বলে বিরোধী দলনেতার দাবি। সেই সঙ্গেই তিনি বলছেন, ”দুই রাজ্যেই যা ঘটনা ঘটছে, তাতে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!