এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের খরচ ‘কৌটোয়’ পুড়ে অভিনব প্রচারে গ্রাম বাংলায় বামফ্রন্ট নেতৃত্ত্ব

ভোটের খরচ ‘কৌটোয়’ পুড়ে অভিনব প্রচারে গ্রাম বাংলায় বামফ্রন্ট নেতৃত্ত্ব

‘ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী তহবিলে মুক্ত হস্তে দান করুন’ এমনি কর্মসূচি নিয়ে এদিন পুরুলিয়ার রাস্তায় দলীয় পতাকা নিয়ে চাঁদা তুলতে বের হন সিপিএম নেতারা। এর আগে নানা বিপর্যয়ের সময়ে সিপিএমকে এইভাবে চাঁদা তুলতে দেখা গেলেও নির্বাচনের স্বার্থে এই প্রথমবার সিপিএমকে চাঁদা তুলতে দেখলো পুরুলিয়া জেলা শহর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ক্ষমতা হারানোর পর থেকে ধীরে ধীরে কোষাগার ফাঁকা হতে শুরু করেছে তৃণমূলের। এমতাবস্থায় একদিকে তাঁরা গ্রাম থেকে শহরে ঘুরে ঘুরে লাল ঝান্ডা নিয়ে স্লোগান দিচ্ছেন ”সিপিএম প্রার্থীদেরকে গ্রাম বাংলায় বিপুল ভোটে জয়ী করুন।” অন্যদিকে বাজার থেকে গৃহস্থ বাড়ি সর্বত্র লাল কাপড় পেতে জোগাড় করছেন দশ, বিশ, পঞ্চাশ টাকা। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনদফতরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বিলাসীবালা সহিস, প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, প্রাক্তন সভাধিপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক নিখিল মুখোপাধ্যায়, সম্পাদকমন্ডলীর সদস্য দীননাথ লোধা, হারাধন বন্দ্যেপাধ্যায়, জেলা সম্পাদক প্রদীপ রায়। এদিন প্রদীপ রায় জানান, ”রবিবার থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচী এখন চলবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!