এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন তো গেল, কি হবে ইস্তেহারে? ‘গণতন্ত্র বাঁচাতে’ এক সুর বিজেপি-বাম-কংগ্রেসের

মনোনয়ন তো গেল, কি হবে ইস্তেহারে? ‘গণতন্ত্র বাঁচাতে’ এক সুর বিজেপি-বাম-কংগ্রেসের


পঞ্চায়েত নির্বাচনের ইস্তাহার তৈরি করতে হিমসিম খাচ্ছে বিজেপি-বাম-কংগ্রেস্।প্রতিবার লোকসভা হোক বা বিধানসভা কিংবা পঞ্চায়েত ভোট্ নির্বাচন ঘোষণা হলেই ইস্তাহার প্রকাশ করে দিতো বামপার্টি কিন্তু এবার ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরছে।কত শতাংশ আসনে শেষঅব্দি ভোট হবে আর যেসব আসনে বিরোধীরা থাকবে সেখানেও কতটা সুস্থভাবে ভোটের কাজ এগোবে তাতেও রয়েছে সংশয়।এরকম পরিস্থিতিতে ইস্তাহার প্রকাশ চরম অনিশ্চয়তায়।বিরোধীমহল চাইছেন ইস্তাহার প্রকাশ করা না গেলেও অন্তত ভোটার প্রতি যাতে লিখিত আবেদন করা যায় সে ব্যবস্থা করতে হবে।কিন্তু শাসকদলের দাপটে সেটা কতটা সম্ভবপর হবে সেটাও যথেষ্ট চিন্তার কারণ মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে যা হুলুস্থুল কান্ড হল তা আর বলার অপেক্ষা রাখে না।শাসকমহল উন্নয়নের ঝান্ডা গেড়ে রাজ্ করে বেড়াচ্ছে আর ক্ষমতার প্রদর্শন করছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিএম এর রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অমিয় পাত্র বলেছেন তাদের ভিতর আলোচনা হয়েছিলো ইস্তাহার প্রকাশের দায়িত্বে তারা থাকবে কিন্তু পরে ভোটঘোষণা ও মনোনয়ন পত্র জমা নিয়ে যা তান্ডব হল তাতে করে কাজ আর এগোলো না।আলিমুদ্দিনের পরিসংখ্যান বলছে সব জেলার অবস্থা একরকম নয়।যেখানে শাসক দল যত কম দাপুটে সেখানে মনোনয়নপত্র জমা দিতে অসুবিধা হচ্ছে না।দক্ষিনের কিছু জেলা,পুরুলিয়ার কাশীপুর ব্লক,বাঁকুড়ার কয়েকটি ব্লক,নদীয়া,রানাঘাটের দুটো,শান্তিপুর,হাঁসখালি ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তুমুল গোলোযোগের খবর এসেছে।অবস্থা তুলনায় ভালো উওরবঙ্গে।বামনেতাদের হিসাব নিতে হবে কোথায় কতটুকু প্রচার তারা করতে সক্ষম হবেন।প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোক চক্রবর্তীর দাবী শাসকদল বিরোধীদের প্রার্থী দিতেই দিচ্ছে না তাই ভোটদান আর ইস্তেহারের প্রশ্নই উঠছে না।দরকার নৈরাজ্য উৎখাত করে গনতন্ত্র ফেরানো,দরকার মানুষের কাছে ভোটদানের জন্য লিখিত আবেদনপত্র।অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেছেন দলের পঞ্চায়েত কমিটি ও রাজ্য নেতৃত্ব আলোচনায় বসে ইস্তাহার প্রকাশের বিষয়টি দেখবেন।গণতন্ত্র ফিরিয়ে কেন্দ্রের বহু প্রকল্প এর সঙ্গে মানুষের যোগাযোগ করতে হবে।আপাতত এই ধারনায় আশার আলো দেখেছেন বিরোধীরা।
এই আশার আলোকে বুড়ো আঙুল দেখিয়ে উন্নয়নের পতাকা উড়িয়ে শাসক দল পঞ্চায়েত নির্বাচনে জয়ের দামামা এখন থেকেই বাজাচ্ছে সগর্বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!