এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোট শুরু হতেই তীব্র উত্তেজনা উত্তরবঙ্গে, বোমাবাজি-শূন্যে গুলি চালিয়ে আতঙ্কের চেষ্টা

ভোট শুরু হতেই তীব্র উত্তেজনা উত্তরবঙ্গে, বোমাবাজি-শূন্যে গুলি চালিয়ে আতঙ্কের চেষ্টা

ভোট শুরু হতেই তীব্র উত্তেজনা উত্তরবঙ্গে, বোমাবাজি-শূন্যে গুলি চালিয়ে আতঙ্কের চেষ্টা। পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হলো উত্তরবঙ্গে। বৃষ্টি মাথায় নিয়েই এদিন ভোটের লাইনে দাঁড়িয়েছে জনসাধারণ। কিন্তু ভোটের আগের দিন রাতে উত্তরবঙ্গের নানা জায়গা থেকে উঠে এসেছে সংঘর্ষের অভিযোগ। জানা গেছে দিনহাটায় মিনাজুর রহমান নামে এক তৃণমূল কর্মী বোমার আঘাতে এদিন রাতে আহত হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আবার কোচবিহারের শুটকাবাড়িতে এদিন দুটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একদিকে নির্দল প্রার্থীকে মাথা ফাটিয়ে দেওযার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের ওপর। অন্যদিকে তৃণমূল প্রার্থী ও ভোটারদের ওপর ব্যাপকভাবে বোমাবাজি ও শূণ্যে গুলি চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয় বলে জানা গেছে। এদিকে মালদার ১০৯ নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। দক্ষিন দিনাজপুরের নূরপুরে কিছু তৃণমূলের দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপর মারধর করেছে বলে অভিযোগ। হরিরামপুরে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। কুশমাণ্ডিতে রাজনৈতিক সংঘর্ষের কারণে ভোট পর্ব বিপর্যস্ত হয়েছে। জানা গেছে জলপাইগুড়িতে সিপিএম কর্মী সমর্থকদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও মাধব ডাঙ্গাতে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে পোলিং এজেন্ডার মারধরের অভিযোগ উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!