এখন পড়ছেন
হোম > রাজ্য > মেলেনি বন্যায় ক্ষতিপূরণ, রাজ্য সরকারের প্রতি ক্ষোভে ভোট বয়কট আদিবাসী মহলের

মেলেনি বন্যায় ক্ষতিপূরণ, রাজ্য সরকারের প্রতি ক্ষোভে ভোট বয়কট আদিবাসী মহলের

দক্ষিণ দিনাজপুরের তপন থানার ভিখাহার এলাকায় গত বছর বন্যার ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসীরা।এদিন ১০-১২টি গ্রামের মানুষজন ধামসা-মাদল বাজিয়ে তপন-মালদহ ভায়া আমতলি রাজ্য সড়ক অবরোধ করে।তাঁরা এদিন জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে ক্ষতিপূরণের বিষয়ে কোনো নিশ্চয়তা না দেওয়া অবধি পঞ্চায়েত নির্বাচনে কেউ নিজেদের ভোট দেবেন না। উল্লেখ্য গতবছর সেপ্টেম্বর মাসের বন্যায় ঐ এলাকায় এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। বাড়িঘর ও ফসল সবই ভেসে যায়। কিন্তু এখনও অবধি তাঁরা কোনও ক্ষতিপূরণ পায়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের দীর্ঘ সময় পথ অবরোধের ফলে ওই রুটে আটকে পরে যাত্রীবাহী গাড়ি। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই প্রসঙ্গে কুলাহার গ্রামের অধিবাসী মাইকেল টপ্পো বিরক্তি প্রকাশ করে বললেন, বন্যার সময় ঐ এলাকার মানুষ বাড়ি ছাড়া হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছে। এই বিষয়ে কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্তা কোনো পদক্ষেপ নেন নি।এরপরে বন্যার জল নেমে গেলে নির্বাচনের স্বার্থে এলাকায় গিয়ে পঞ্চায়েতের তরফে ক্ষতিপূরণের টাকা প্রাপকদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু বিষয়টা ওখানেই থেমে রয়েছে। চলতি বছরে বর্ষা আসার সময় হয়ে গেলো কিন্তু ঐ তালিকাভুক্ত এলাকাবাসীরা কেউই কোনো ক্ষতিপূরণ পেলেন না। এদিকে তপন ব্লকের বিডিও সিদ্ধার্থ সুব্বা বললেন, মাস দেড়েক আগেই শিবির করে বন্যার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। লক্ষ্মীনারায়নপুর ও তার আশপাশের এলাকার মানুষ কেন তা পেল না তিনি সে বিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!