এখন পড়ছেন
হোম > রাজ্য > এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অথচ প্রশাসন নিশ্চুপ, ভোট বয়কটের পথে গ্রামবাসীরা

এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অথচ প্রশাসন নিশ্চুপ, ভোট বয়কটের পথে গ্রামবাসীরা


এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অথচ প্রশাসন নিস্চুপ, ভোট বয়কটের পথে গ্রামবাসীরা। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এবার পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি দিলেন কোলাঘাট থানা এলাকার বারপারিট গ্রামের বাসিন্দারা। এইদিন সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গায় ভোট বয়কটের পোস্টার লাগিয়ে ও সেই পোস্টার হাতে নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভও করেন গ্রামবাসীরা।

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে সাকিনা খাতুনের সঙ্গে প্রতিবেশি সুফিয়া বেগমের সম্পত্তি সংক্রান্ত বিবাদ চূড়ান্ত পর্যায় পৌঁছায় এবং এ নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি হওয়ার জেরে সাকিনা ও তার ছেলে সাফিউলের মাথায় লোহার রডের আঘাত লেগে তারা আহত হয়। দুজনকেই আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কোলাঘাট থানায় এই ঘটনার অভিযোগও দায়ের করে সকিনার পরিবার, কিন্তু পুলিশ একবারের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের। কোলাঘাট থানার তরফ থেকে এ প্রসঙ্গে কোনও উত্তর মেলেনি। এমনকি সকিনার পরিবার প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছে বলে জানা গেছে। গ্রামবাসী সকিনার পরিবারকেই সমর্থন করেছে। অভিযুক্তরা বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত বলে স্থানীয়দের দাবি। অভিযুক্তের পরিবার এ বিষয়ে মুখ খোলেনি এখনো। এদিকে ভোট বয়কটের এই আন্দোলনে বারপারিট গ্রামের সাথে হাতিপোতার বাসিন্দারাও যোগ দিয়েছে বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!