এখন পড়ছেন
হোম > রাজ্য > মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ায় তৃণমূলের রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল যুব তৃণমূলের

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ায় তৃণমূলের রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল যুব তৃণমূলের

রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস । কিন্তু শাসকদলেরই যুব নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে কোচবিহারের তৃণমূলের যুব নেতা-কর্মীরা অভিযোগ করলেন। শুধু তাই নয় এতে পরোক্ষ ভূমিকা গ্রহণ করছে মনোনয়ন না পাওয়া বিক্ষুদ্ধ দলীয় কর্মীরা বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার কোচবিহার জেলা তৃণমূলের যুব নেতা অভিজিত্‍ দে ভৌমিকের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল কোচবিহার স্টেশন মোড় থেকে বের হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মিছিল শেষ হয় স্টেডিয়ামে। শুধু ধিক্কার মিছিলই নয় এদিন তাঁরা জেলা পুলিশ সুপারের কাছে তাঁদের দাবি নিয়ে একটি স্মারকলিপিও জমা দেয়। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের যুব নেতা অভিজিত্‍ দে ভৌমিক সংবাদমাধ্যমকে বললেন, তাঁদের উপর হামলা করছে। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। কদিন আগে এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।  এইসব ঘটনার বিরুদ্ধে সরব হতেই এদিনের ধিক্কার মিছিলের আয়োজন । তিনি আরও বললেন ,”কোনও কোনও তৃণমূল কর্মী নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উষ্কানি দেওয়ার চেষ্টা করছে। সেইসব দলীয় কর্মীদের বার্তা দিতেও এই মিছিল ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!