এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রিয় বন্ধুর জুলাই মাসের করা সমীক্ষাতেই নভেম্বরে এসে সিলমোহর এবিপি-সি ভোটারের

প্রিয় বন্ধুর জুলাই মাসের করা সমীক্ষাতেই নভেম্বরে এসে সিলমোহর এবিপি-সি ভোটারের


লোকসভা নির্বাচন নিয়ে ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে জাতীয় রাজনীতিতে। একদিকে যখন আশা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী – অন্যদিকে তখন দ্বিগুন আশা, কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে বৃহত্তম বিরোধী জোট কামাল করবে। এরমধ্যে – সবথেকে বেশি আশা ও আশঙ্কার দোলাচল পশ্চিমবঙ্গকে ঘিরে।

কেননা, পশ্চিমবঙ্গে একদিকে তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলেছে বাঙালি প্রধানমন্ত্রী চাই, আর তাই তৃণমূল কংগ্রেসকেই ৪২ এ ৪২ আসন জেতাক বঙ্গবাসী। অন্যদিকে, গেরুয়া শিবির হাওয়া তুলে দিয়েছে – বাংলায় চাই ‘পরিবর্তনের পরিবর্তন’। আর তাই বাংলায় ৪২ আসনের মধ্যে অন্তত ২২-২৬ টি জিততে হবেই। অন্যদিকে, এই বাগযুদ্ধে বামফ্রন্ট বা কংগ্রেস একটু পিছিয়ে থাকলেও – তারাও কিন্তু আসন জিততে মরিয়া। আর তাই বাংলার নির্বাচনী ফলাফল কি হতে পারে তার একটা আগাম আভাস তুলে আনার প্রচেষ্টা শুরু করে প্রিয় বন্ধু বাংলার সমীক্ষক দল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আসন্ন লোকসভা নিয়ে বাংলার ৪২ টি আসন ধরে ধরে কি ফলাফল হতে পারে তার একটা আভাস তুলে আনার প্রথম প্রচেষ্টা করি বিগত মার্চ মাসে। এরপর আমরা পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে বিরোধীদের যে সন্ত্রাসের অভিযোগ এবং শাসকদলের ‘বিরোধীদের প্রার্থী খুঁজে না পাওয়ার’ দাবিকে সামনে রেখে আমরা প্রকাশ করি আমাদের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা (যেহেতু ওই সমীক্ষা সর্বভারতীয় স্তরে ছিল, তাই বাংলার সমীক্ষা প্রকাশ পায় গত ২৬ শে জুলাই)। সেই সমীক্ষায় আমাদের দাবি ছিল, বাংলার চিত্র হতে পারে নিম্নরূপ –

মোট আসন – ৪২
তৃণমূল কংগ্রেস – ৩২
বিজেপি – ৯
কংগ্রেস – ১
বামফ্রন্ট – ০

স্বভাবতই, এই সমীক্ষায় প্রকাশ্যে আনার পর অনেকেই অনেক বিরূপ মন্তব্য করেন। কিন্তু গত ১ লা নভেম্বর দেশের অন্যতম সেরা সংবাদমাধ্যম হিসাবে স্বীকৃত এবিপি গোষ্ঠী এবং এই ধরনের সমীক্ষার মহীরুহে পরিণত হওয়া সি-ভোটার সংস্থা মিলে যে সমীক্ষা সামনে আনে, তা যেন হুবহু প্রিয় বন্ধু মিডিয়ার করা সমীক্ষার প্রতিচ্ছবি। আমাদের করা দাবি মত এই দুই সংস্থার করা সর্বশেষ সমীক্ষাতেও তৃণমূলকে ৩২, বিজেপিকে ৯, কংগ্রেসকে ১ ও বামফ্রন্টকে ০ টি আসন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২ টা লোকসভা আসনের সাম্ভাব্য জয়ীরা

তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, নির্বাচন হতে চলা রাজস্থান বা প্রতিবেশী রাজ্য ওড়িশা সহ আরও বেশ কিছু রাজ্যের আমাদের করা সমীক্ষার সঙ্গে এবিপি-সি ভোটারের করা সমীক্ষা প্রায় হুবহু মিলে গেছে। আর এরফলে, ওই সমীক্ষা প্রকাশিত হওয়ার পর থেকেই আমাদের কাছে প্রচুর ফোন আসছে – ইটা জানতে চেয়ে যে আমাদের পরবর্তী সমীক্ষা কবে প্রকাশিত হবে? আমাদের পাঠকদের আশ্বস্ত করে জানাতে চাই – এই মাসের মাঝামাঝি সময়েই আমরা আবার বাংলার উপর একটি এক্সক্লুসিভ সমীক্ষা সামনে আনতে চলেছি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!