এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশের মহাযুদ্ধ – প্রিয় বন্ধুর ৮ মাস আগে করা সমীক্ষাকেই কার্যত মান্যতা দিল এবিপি-সিএনএক্স!

একুশের মহাযুদ্ধ – প্রিয় বন্ধুর ৮ মাস আগে করা সমীক্ষাকেই কার্যত মান্যতা দিল এবিপি-সিএনএক্স!


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – বাংলায় পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য আর ১ বছরও বাকি নেই। ফলে এখন থেকেই ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। সকলের মনেই একটাই প্রশ্ন – ২০২১-এর বিধানসভা নির্বাচনের শেষে নবান্নের কুর্সিতে বসবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসই কি প্রত্যাবর্তন করবে? নাকি নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির হাত ধরে হবে ‘পরিবর্তনের পরিবর্তন’? নাকি পিছন থেকে উঠে এসে বাজিমাত করবে বামফ্রন্ট-কংগ্রেস জোট?

বাংলার মানুষ ঠিক কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তার একটা আভাস তুলে আনার প্রক্রিয়া হিসাবে আমরা গত নভেম্বর মাসের শেষের দিকে একটি সমীক্ষা করি। এরপর আমাদের মার্চ ও জুন মাসে আরও দুটি সমীক্ষা করার কথা ছিল – কিন্তু বর্তমানের করোনা আবহে আর তা সম্ভব হয়ে ওঠে নি। এই করোনা আবহ কাটিয়ে উঠলেই আমাদের সমীক্ষক দল আবার নেমে পড়বে ময়দানে এবং তুলে আনবেন বর্তমানে বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস।

কিন্তু, আমরা না পারলেও গতকাল বাংলার এক প্রথম শ্রেণীর সংবাদমাধ্যম এবিপি, সিএনএক্স সংস্থার সহযোগিতায় একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেই সমীক্ষা অনুযায়ী বাংলায় বর্তমানে ভোট হলে বিভিন্ন রাজনৈতিক দলের পারফরম্যান্স হবে নিম্নরূপ –
তৃণমূল – ১৫৫-১৬৩
বিজেপি – ৯৭-১০৫
বামফ্রন্ট + কংগ্রেস – ২২-৩০
অন্যান্য – ৬-১০

আর এই সমীক্ষা আমরা গত নভেম্বর মাসে যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষার সঙ্গে প্রায় হুবহু মিলে গেল। আমাদের সমীক্ষা অনুযায়ী, আজ থেকে ৮ মাস আগে করা সমীক্ষা অনুযায়ী বাংলার সম্ভাব্য ফলাফল হতে পারে নিম্নরূপ বলে আমরা জানিয়েছিলাম –
তৃণমূল – ১৫৯
বিজেপি – ১১৪
বামফ্রন্ট + কংগ্রেস – ২১ (বামফ্রন্ট – ৭, কংগ্রেস – ১৪)
অন্যান্য – ০

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে আমরা বাংলার যে ৩ টি বড় নির্বাচনে আমাদের সমীক্ষার কাজ আমাদের পাঠকদের সামনে নিয়ে এসেছিলাম, তা প্রায় ১০০% মিলে গিয়েছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রিয় বন্ধু মিডিয়া (তৎকালীন পলিটিক্যাল বেঙ্গল) দাবি করেছিল, তৃণমূল ৩৫ টি আসন পাবে। আর বাস্তবে তৃণমূল ৩৪ টি আসন পায়। এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রিয় বন্ধু মিডিয়া দাবি করেছিল তৃণমূল ২১৩ টি আসন পাবে আর বাস্তবে তৃণমূল ২১১ টি আসন পেয়ে ক্ষমতায় আসে।

এরপরে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একমাত্র মিডিয়া হিসাবে আমরা ওপিনিয়ন পোলে (ভোটের আগে করা সমীক্ষা) জানিয়েছিলাম বিজেপি ১৭ টি আসন পেতে পারে। আর, এক্সিট পোলে (ভোট হয়ে যাওয়ার পরে করা সমীক্ষা) জানিয়েছিলাম বিজেপি ১৯ টি আসন পেতে পারে। আমরা এই সমীক্ষা সামনে আনার পর স্বাভাবিকভাবেই অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু, লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা যায় বাস্তবে বিজেপি ১৮ টি আসন পেয়েছে।

এরপর প্রিয় বন্ধু মিডিয়া ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে কাজ শুরু করে। আমরা সেই ভিডিও এর আগেই আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। যা ইতিমধ্যেই ৪ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আপনাদের সুবিধার জন্য আবারো সেই ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া হল। এখানে দেখতে অসুবিধা হলে আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/c/PriyoBandhuMedia) গিয়েও সেই ভিডিও দেখতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!