এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখনই ভোট হলে বাংলায় কে কত আসন পেতে চলেছে? কি বলছে এবিপি-সিএনএক্স সমীক্ষা?

এখনই ভোট হলে বাংলায় কে কত আসন পেতে চলেছে? কি বলছে এবিপি-সিএনএক্স সমীক্ষা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে এক বছরেরও কম সময় বাকি। তারপরই অনুষ্ঠিত হবে 2021 এর বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে তেতেফুড়ে বর্তমান জ্বলন্ত ইস্যু করোনা ভাইরাস এবং আমপান দুর্যোগ নিয়ে ময়দানে নেমে পড়েছে। বিজেপির টার্গেট যেনতেন প্রকারেণ 2021 এ বাংলার ক্ষমতা দখল করতেই হবে।

সেদিক থেকে অমিত শাহর ভার্চুয়াল সভার মাধ্যমে উজ্জীবিত হয়ে দলের নেতাকর্মীদের ময়দানে নামিয়ে দিয়েছে বঙ্গ বিজেপি। আর এই পরিস্থিতিতে কি হবে 2021 এর বিধানসভা নির্বাচনে, তা নিয়ে আভাস দিল এবিপি আনন্দ এবং সিএনএক্স। সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূলের ভোট 38.50 শতাংশ। সুতরাং বাংলায় তৃণমূলেরই ক্ষমতায় থাকার ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা। অন্যদিকে বিরোধী আসনে বসতে চলেছে বিজেপি।

যেখানে সমীক্ষা অনুযায়ী এখনই বাংলায় ভোট হলে বিজেপি পেতে পারে 97 থেকে 105 টি আসন। অন্যদিকে তৃণমূল পেতে পারে 155 থেকে 163 টি আসন। অর্থাৎ তৃণমূল ক্ষমতায় থাকলেও, তাদের ভোট শতাংশ যে বিগত নির্বাচনের থেকে অনেকটাই কমেছে, সেই আভাস সমীক্ষায় পাওয়া গেছে। তবে বাম ও কংগ্রেস দলগুলোর কি অবস্থা? জানা গেছে, সমীক্ষার দাবি অনুযায়ী, 2021 এর বিধানসভা নির্বাচনে তারা পেতে পারে 22 থেকে 30 টি আসন। অন্যদিকে অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10 টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 বিধানসভা নির্বাচনে 211 টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। যেখানে তাদের ভোট শতাংশ ছিল 44.90 শতাংশ। অন্যদিকে বিরোধী দল হিসেবে সিপিএম ও কংগ্রেসের ভোট পেয়েছিল 19.75 শতাংশ এবং 13.25 শতাংশ। আর বিজেপি পেয়েছিল মাত্র 10.16 শতাংশ। সেদিক থেকে এবার তৃণমূল আবারও ক্ষমতায় থাকলেও, সমীক্ষায় কার্যত স্পষ্ট যে, এবার তৃণমূলের ভোট অনেকটাই কমে চলেছে।

সেদিক থেকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি যে বিগত নির্বাচনের থেকে অনেকটাই তাদের সাফল্য করায়ত্ত করবে, সেই ব্যাপারে আভাস দিয়েছে এবিপি এবং সিএনএক্সের সমীক্ষা‌। যেখানে বিজেপির ভোট অফ শতাংশ দেখানো হয়েছে 32.74 শতাংশ। তবে 2019 সালের লোকসভা নির্বাচনের থেকে বিজেপির এই ভোট শতাংশ অনেকটাই কম বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ওয়াকিবহাল মহলের মতে, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে এখন এই সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষা করলেও, বিধানসভা নির্বাচনের আরও অনেকটাই দেরি হয়েছে। ফলে সেদিক থেকে রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে কোন দল বাংলায় 2021 এর ক্ষমতার মসনদ দখল করতে চলেছে। তৃণমূল এবং বিজেপির মধ্যেই যে লড়াই হবে, তা এখন কার্যত স্পষ্ট সকলের কাছে। তবে ভোটের অংক কাটাকুটিতে শেষ পর্যন্ত সংখ্যার নিরিখে কারা এগিয়ে থাকে, বাস্তব এই সমীক্ষার সঙ্গে কতটা মেলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!