এখন পড়ছেন
হোম > জাতীয় > এবিপি নিউজ- সি ভোটারের সমীক্ষায় কি উঠে এল মহারাষ্ট্র নিয়ে? জেনে নিন

এবিপি নিউজ- সি ভোটারের সমীক্ষায় কি উঠে এল মহারাষ্ট্র নিয়ে? জেনে নিন


হাতে আর মাত্র দু’দিন। তারপরেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে এবিপি নিউজ- সি ভোটারের সমীক্ষা কি বলছে! মহারাষ্ট্র দখল নিয়ে কোন দলকে এগিয়ে রাখছে তারা! সূত্রের খবর, এবিপি নিউজ- সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে 288 বিশিষ্ট এই মহারাষ্ট্র বিধানসভায় এবার বিজেপি-শিবসেনা জোট পেতে পারে 194 টি আসন।

অন্যদিকে কংগ্রেস-এনসিপি 86 টি আসন এবং অন্যান্য দলগুলো 8 টি আসন পেতে পারে। আর সেদিক থেকে এই সমীক্ষক সংস্থার পূর্বাভাস অনুযায়ী মহারাষ্ট্রেও এবার ক্ষমতা দখল করতে পারে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিমধ্যে হরিয়ানার ব্যাপারেও এই সমীক্ষক সংস্থা তাদের মতামত জানিয়ে দিয়েছে। যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি বলে জানিয়েছে তারা। আর এবার হরিয়ানার পাশাপাশি মহারাষ্ট্রে বিজেপির এই জয়জয়কার প্রবল উজ্জীবিত করছে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের।

সমীক্ষক সংস্থা জানিয়েছে, বিজেপি এবারে এখানে 47 শতাংশ, কংগ্রেস 39 শতাংশ এবং অন্যান্যরা 14 শতাংশ ভোট পাবে। তবে এবার যদি এখানে বিজেপি এবং শিবসেনা পৃথক পৃথকভাবে লড়ত, তাহলে শিবসেনার আসন কিছুটা কমলেও বিজেপি সাফল্যের মুখ দেখতে পারত। তবে দুজনের সম্মিলিত লড়ার ফলে মহারাষ্ট্রে এই সমীক্ষক সংস্থা এগিয়ে রাখছে বিজেপি- শিবসেনা জোটকেই। এখন শেষ পর্যন্ত এবিপি আনন্দ- সি ভোটারের এই সমীক্ষার সাথে বাস্তব কতটা মিল খায়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!