এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা, বিজেপি না কংগ্রেস – বাজিমাত কার?

সামনে এল তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা, বিজেপি না কংগ্রেস – বাজিমাত কার?


গত ৬ ই সেপ্টেম্বর সর্বভারতীয় সংবাদসংস্থা এবিপি নিউজ ও বিশেষজ্ঞ সমীক্ষক সংস্থা সি-ভোটার মিলে আসন্ন বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কি ফলাফল হতে পারে, সেই জনমত সমীক্ষা প্রকাশ করে। এই ৩ রাজ্যেই বর্তমানে বিজেপি ক্ষমতাসীন হলেও – এবিপির করা সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, ৩ রাজ্যেই কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির।

এই বছরের শেষের দিকে এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে। আগামী বছরেই লোকসভা নির্বাচন – আর তাই, মোদী-সরকারের জনপ্রিয়তা জানার জন্য এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্ত্বপূর্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনিতেই আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে – এক ছাতার তলায় আসার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক দলগুলি। এমনকি, কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে সেই জোটের সমর্থনে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেসও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন কার্যত নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কাছে অ্যাসিড টেস্ট। এই তিন রাজ্যে খারাপ ফল হওয়া মানেই সুর চড়াতে শুরু করবে বিরোধীরা এবং তার একটা প্রভাব লোকসভা নির্বাচনে পড়তে বাধ্য। তাই, কোনো কোনো মহল থেকে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচন এগিয়ে এনে এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের সাথে একসাথেই তা সম্পন্ন করতে পারে গেরুয়া শিবির। যাতে করে এই তিন রাজ্যে খারাপ ফল হলেও তার ফল লোকসভা নির্বাচনে না পরে। তবে, এই নিয়ে জল্পনা চললেও, এখনও সরকারিভাবে তার সত্যতা জানা যায় নি। এই পরিস্থিতিতে সামনে আসা এবিপি-নিউজ ও সি-ভোটারের জনমত সমীক্ষা একনজরে –

রাজস্থান –
মোট আসন – ২০০
কংগ্রেস – ১৩০
বিজেপি – ৫৭
অন্যান্য – ১৩

মধ্যপ্রদেশ –
মোট আসন – ২৩০
কংগ্রেস – ১১৭
বিজেপি – ১০৬
অন্যান্য – ৭

ছত্তিশগড় –
মোট আসন – ৯০
কংগ্রেস – ৫৪
বিজেপি – ৩৩
অন্যান্য – ৩

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!