ভোট ঘোষণা হতেই এবিপির সমীক্ষাতে কয়েক যোজন এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস কলকাতা জাতীয় বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য March 11, 2019 অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বিকেলেই দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে একটি সমীক্ষা সামনে আনে জনপ্রিয় সংবাদমাধ্যম এবিপি গোষ্ঠী ও সি-ভোটার সংস্থা। সংস্থার পক্ষে জানানো হয়েছে এই সমীক্ষা করা হয়েছিল বামফ্রন্ট-কংগ্রেস জোট ঘোষণার আগে। এবিপি ও সি-ভোটার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাম্ভাব্য ফলাফল – তৃণমূল কংগ্রেস – ৩৪ বিজেপি – ৮ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ০ এবিপি ও সি-ভোটার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাপ্ত ভোট শতাংশের চিত্র হবে নিম্নরূপ – তৃণমূল কংগ্রেস – ৪১% বিজেপি – ৩৫% বামফ্রন্ট – ১৫% কংগ্রেস – ৮% আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে, এবিপি ও সি-ভোটার সমীক্ষা অনুযায়ী সারা ভারতের সাম্ভাব্য ফলাফল – এনডিএ – ২৬৪ ইউপিএ – ১৪১ অন্যান্য – ১৩৮ এবিপি ও সি-ভোটার সমীক্ষা অনুযায়ী সারা ভারতের প্রাপ্ত ভোট শতাংশের চিত্র হবে নিম্নরূপ – এনডিএ – ৪১% ইউপিএ – ৩১% অন্যান্য – ২৮% আপনার মতামত জানান -