এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল এবিপি-সিএসডিএসের সমীক্ষা, কি হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে?

সামনে এল এবিপি-সিএসডিএসের সমীক্ষা, কি হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে?


সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন – যা নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী তো বটেই অন্যান্য আঞ্চলিক দলগুলির কাছে রীতিমত ‘অগ্নিপরীক্ষা’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, আর কয়েকমাস বাদেই দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী লোকসভা নির্বাচন – তার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচনই শেষ বড় জাতীয় স্তরের নির্বাচন। আর সেই নির্বাচনের ফলাফল অবশ্যই প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তবে, এই পাঁচ রাজ্যের মধ্যে বিশেষ নজর থাকছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। কেননা বাকি দুই রাজ্যের মধ্যে – তেলেঙ্গানাতে কংগ্রেস বা বিজেপি, কারোর প্রভাবই সেই অর্থে নেই। তাই এখানে পুনরায় সরকার গড়তে চলেছে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। যা খুব একটা প্রভাব ফেলবে না জাতীয় রাজনীতিতে। অন্যদিকে, অপর রাজ্য মিজোরাম জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলার ক্ষেত্রে খুবই ছোট রাজ্য। আর তাই সবার নজর এখন বাকি তিন রাজ্যে। তিন রাজ্যেই বর্তমানে ক্ষমতাসীন বিজেপি – কিন্তু সব জায়গাতেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া স্পষ্ট। আর তাই, এর আগে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তিন রাজ্যেই ক্ষমতা হারাতে পারে বিজেপি – এমনকি, রাজস্থানে হতে পারে ভরাডুবি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই অবস্থায় গতকাল এবিপি ও সিএসডিএস মিলে এই তিন রাজ্যের উপর এক সমীক্ষা প্রকাশ্যে আনে। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে বিজেপি পেতে চলেছে ১১৬ টি আসন, কংগ্রেসের ঝুলিতে ১০৫ ও অন্যান্যরা ৯ টি আসন। মধ্যপ্রদেশে ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১১৬ টি আসন – অর্থাৎ, এই সমীক্ষা অনুযায়ী কোনোক্রমে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। কিন্তু, কংগ্রেসের সঙ্গে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। বিজেপির পক্ষে ভালো খবর – এই সংস্থার দুমাস আগের সমীক্ষাতে তাদের স্পষ্ট পরাজয় দেখানো হয়েছিল – সেক্ষত্রে এই সমীক্ষায় ক্ষমতায় আসার কথা বলা হচ্ছে। কিন্তু, তা যে ‘মার্জিনাল’ – সেই আতঙ্ক তাড়া করে বেড়াবে গেরুয়া শিবিরের নেতাদের।

অন্যদিকে, ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে এর আগের সমীক্ষা গুলোতে বিজেপিকে ৫০-৬০ টির বেশি আসন দেওয়া হয় নি। অর্থাৎ, রাজস্থানে বিজেপির পরাজয় তো নিশ্চিতই – কিন্তু, তার থেকেও বড় কথা হতে পারে ‘ভরাডুবি’, যা লোকসভা নির্বাচনের আগে বড় অশনি সঙ্কেত। গতকালের সমীক্ষায়, রাজস্থানে এখনও বিজেপির পরাজয় দেখানো হয়েছে – কিন্তু আসন সংখ্যার নিরিখে যথেষ্ট ‘উন্নতি’ দেখানো হয়েছে, যা ‘ভরাডুবির’ থেকে অনেক ভালো ফলাফল। গতকালের সমীক্ষা অনুযায়ী রাজস্থানে – কংগ্রেস পেতে পারে ১১০ টি আসন, বিজেপি ৮৪ টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৬ টি আসন।

এই তিন রাজ্যের মধ্যে তুলনামূলক ছোট রাজ্য ছত্তিশগড় এবং বাকি দুই রাজ্যের থেকে তুলনামূলক ভালো জায়গায় ছিল বিজেপি। অনেকেই নিজেদের সমীক্ষায় দেখিয়েছিল ক্ষমতা দখলের খুব কাছে থাকতে চলেছে বিজেপি। এমনকি, কোন কোন সমীক্ষায় দেখা গিয়েছিল বিজেপি ক্ষমতা দখলও করতে চলেছে। গতকালের সমীক্ষায় দেখা গেল ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড়ে ৫৬ টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ২৫ টি আসন পেয়ে প্রধান বিরধী হতে চলেছে কংগ্রেস এবং অন্যান্যরা পেতে চলেছে ৪ টি আসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!