এসি ঘরে বসেই হতাশ সরকার? অথচ রাজপথে বসে লাগাতার আন্দোলনে চিকিৎসকরা! কলকাতা রাজ্য September 12, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জুনিয়র চিকিৎসকরা যে লাগাতার আন্দোলন শুরু করেছেন, তাতে রীতিমত অস্বস্তিতে এই রাজ্য সরকার। পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে, তারা বারবার করে জুনিয়র চিকিৎসকদের নবান্নের টেবিলে বসার আহ্বান জানানো হলেও কিছু শর্তের কারণে জুনিয়র চিকিৎসকরা যাওয়ার ব্যাপারে অনীহা দেখিয়েছে। আর এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় ডেকেও তারা যেহেতু আসছেন না, তাই রাজ্য সরকার হতাশ বলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর তার পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যকে রীতিমত জুয়ে দিলেন সেই জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, এদিন জুনিয়র চিকিৎসকরা রাজ্যের পাল্টা সাংবাদিক বৈঠক করেন। আর সেখানেই রাজ্যকে কটাক্ষ করে তারা বলেন, “মাননীয়া মন্ত্রী আপনারা এসি ঘরে বসে হতাশ। আর আমরা রাজপথে বসে হতাশ।” স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকদের এই বক্তব্য যে রাজ্যের কাছে প্রবল খোঁচার শামিল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -