এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আচমকা তৃণমূলের ভূয়শী প্রশংসা ও অভিষেক বন্দনা দলছুট বিজেপি নেতার, জল্পনা তুঙ্গে শিবির বদলের

আচমকা তৃণমূলের ভূয়শী প্রশংসা ও অভিষেক বন্দনা দলছুট বিজেপি নেতার, জল্পনা তুঙ্গে শিবির বদলের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন দল ত্যাগী বিজেপি নেতা জয় ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দল ছেড়ে দিয়েছেন তিনি। এবার তৃনমূলের ভূয়সী প্রশংসা করলেন তিনি। জানালেন, ৯৫% আসন পেয়ে ছোট লাল বাড়ি দখল করবে তৃণমূল। সেইসাথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তীব্র প্রশংসা করলেন। তাঁর এই পদক্ষেপ উসকে দিয়েছে দলবদলের জল্পনাকে।

এক ভিডিও বার্তার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ ও তৃণমূলের স্তুতি করলেন দল ছুট বিজেপি নেতা জয় ব্যানার্জি। তিনি জানালেন, পুরভোটে ৯৫ শতাংশ আসন জিতে ছোট লাল বাড়ি দখল করবে তৃণমূল। এই নির্বাচনে ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষের ভোট পেয়ে একেবারে ৯৫ শতাংশ আসন জিতবে তৃণমূল। বিজেপির হাতে যাবে মাত্র ২টি আসন, ১টি আসন বামেরা জিততে পারে, কংগ্রেস ২টি আসনে। তৃণমূলের এই জয়ের জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে জয় ব্যানার্জি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সুনিপুণ দক্ষতা ও ব্যক্তিত্বে তৃণমূল কংগ্রেসের উপরে যে প্রভাব ফেলেছেন, তাতে সকলে তার কথা শুনতে বাধ্য। আর ভোটের আগে তিনি বারবার বলেছেন যে, কোন গাজোয়ারি ভোট হবে না। মানুষ নিজেদের মতো করে স্বতঃস্ফূর্ত ভোট দেয়, সেটাই হবে। এরপরে বিজেপির কোন নেতার বুকের পাটা হবেনা রিগিং করার। তাই এই ভোট হবে শান্তিপূর্ণ।

আবার, পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে প্রবল কটাক্ষ করলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন, সবসময় মশা মারতে কামান দাগার প্রয়োজন হয়না। কিভাবে ভোট করাতে হয়? তা বিজেপি শিখে নিক। ভোট করানো একটা আর্ট। সব সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করিয়ে মানুষ যা চাইছে, তাই হোক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এর আগেও বিজেপি ভোটে জিতেছে ও হেরেছে। অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে বিজেপি শিখে নিক, ভোট কিভাবে করাতে হয়? এভাবে বিজেপিকে প্রবল কটাক্ষ ও তৃণমূল স্তুতি করলেন জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পদক্ষেপ দল বদলের জল্পনাকে প্রবলভাবে উসকে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!