“আচরণের পরিবর্তন করুন” দলীয় নেতা কর্মীদের পরামর্শ দিয়ে চমকে দিলেন অভিষেক! Uncategorized July 13, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলের একশ্রেণীর নেতাকর্মীর দুর্ব্যবহার থেকে শুরু করে একাধিক আচরণের কারণেই যে অনেক জায়গায় দলকে হারতে হয়েছে, তা বুঝতে পেরেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই মানুষের কাছে গিয়ে আরও বেশি করে নত হওয়ার পরামর্শ দিচ্ছে ঘাসফুল শিবির। আর এবার ধুপগুড়ির সভা থেকে দলীয় নেতা কর্মীদের নম্র হয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে সাইকেল নিয়ে ঘোরার পরামর্শ দিলেন তিনি। সূত্রের খবর, এদিন ধুপগুড়ির সভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বারবার করে বলছি, মানুষের কাছে পৌঁছে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজও এই বয়সে মানুষের কাছে যেতে পারেন, তাহলে আপনারা কেউ বড় কেউকেটা হয়ে যাননি। নেতার পেছনে চারটি গাড়ি চলবে না। কয়েকটা মুখ দেখে মানুষ ভোট দিতে চাইছে না। বড় গাড়ি ছেড়ে দিন। সাইকেলে করে ঘুরুন। জেলার দায়িত্ব যারা নিয়েছেন, তারা সামনে পেছনে পুলিশের গাড়ি নিয়ে ঘোরা বন্ধ করুন।” অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, মানুষের কাছে পৌঁছতে হবে। পাশাপাশি আচরণের যে অনেকটাই পরিবর্তন করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের, সেই কথাও তুলে ধরলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -