এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আছে অনেক কথা! জল্পনা বাড়িয়ে শুভেন্দুর খাসতালুকে ছত্রধরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা

আছে অনেক কথা! জল্পনা বাড়িয়ে শুভেন্দুর খাসতালুকে ছত্রধরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   জঙ্গলমহলে তৃণমূলের হারানো জমি ফিরে পেতে ছত্রধর মাহাতোকে ব্যবহার করবে তৃণমূল। তৃণমূলের রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে তাঁকে। তাঁকে জঙ্গলমহলে তৃণমূলের মুখ করা হবে। এবার, দলে তিনি কি ভূমিকা পালন করবেন? তারও কিছুটা ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি ও দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন। এই ভার্চুয়াল বৈঠকেই ছত্রধর মাহাতোকে তিনি জানালেন, ” ৭ তারিখ মেদিনীপুরের সভায় আসবে। তোমার সঙ্গে অনেক কথা আছে। তোমাকে দেখে ২০০৮ সালের কথা মনে পড়ে যাচ্ছে। ওই সময়ে তোমার নেতৃত্বে বড় মিটিং হয়েছিল। আমিও গিয়েছিলাম। একসঙ্গে সভা করেছিলাম। ”

একটা সময় জঙ্গলমহলের বেতাজ বাদশা ছিলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণ কমিটির মুখ ছিলেন তিনি। বহু মানুষ একত্রিত হতেন তাঁর মিছিলে ও সভায়। কমিটির সামনের সারিতে থাকতেন ছত্রধর। ছত্রধরের সেসময়ের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী। এ কারণেই তাঁকে করা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক। আদিবাসী অধ্যুষিত জঙ্গল মহলে তৃণমূলের ভোট ব্যাংকে ধ্বস নেমেছে। জঙ্গলমহলে পায়ের তলার মাটি ফিরিয়ে আনতে তাঁকে বিশেষ দায়িত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতিতে ছত্রধরকে তার পূর্বের ভূমিকার কথা স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। তবে, এ বিষয়ে তেমন কিছু জানাননি ছত্রধর । শুধু এটুকুই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে আগামী ৭ তারিখ মেদিনীপুরের সভায় উপস্থিত থাকতে বলেছেন। তিনি সেখানে যাচ্ছেন। তবে, তাকে যে ভাবে তাঁর পূর্বের ভূমিকার বিষয়টি স্মরণ করালেন মুখ্যমন্ত্রী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত জানান -

অন্যদিকে, গতকালের ভার্চুয়াল বৈঠকে ঝাড়গ্রাম জেলাতে জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলার চেয়ারম্যান বিরবাহা সরেনের একেবারে নাম ধরে দলের কাজকর্ম ঠিকমত হচ্ছে কিনা তার খোঁজ-খবর নিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, সবাইকে নিয়ে কাজ করতে। দলের ভেতর থেকে শত্রুতা না করতে। দলের ভেতর থেকে যে শত্রুতা করেন তাকে তিনি ঘৃণা করেন। বাইরে থেকে যাঁরা করেন তাঁদের তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন।

গতকাল মুখ্যমন্ত্রী আরও জানালেন যে, বিজেপি নানাভাবে ভয় দেখাবার চেষ্টা করবে। কিন্তু তাদের ভয় না পাওয়ার নির্দেশ দিলেন তিনি। তিনি জানালেন যে, যারা বিজেপির ভয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন, তারা চলে যান। মুখ্যমন্ত্রীর কথায়, ” আমার একজন লুঠেরা যাবে, এক লক্ষ সম্পদ তৈরি হবে।’’ মুখ্যমন্ত্রী  পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, প্রদ্যোত ঘোষ, আশিস চক্রবর্তী প্রমুখের নাম নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে, এবং আরও ভালোভাবে কাজ করতে হবে। আবার গতকাল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মুখ্যমন্ত্রীর লড়াইয়ের কথা দলের নেতাদের স্মরণ করিয়ে দিয়ে জানালেন যে, তাঁরা যেন লড়াইয়ের ময়দান ছেড়ে না যান। এভাবে আগামী বিধানসভা নির্বাচনে ছত্রধর মাহাতোকে মুখ করে জঙ্গলমহলে বাজিমাত করার পরিকল্পনা শাসকদল তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!