এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আচমকাই দল ছাড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তৃণমূলের ফাটল ক্রমশ চওড়ার দিকে

আচমকাই দল ছাড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তৃণমূলের ফাটল ক্রমশ চওড়ার দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের ফাটল মেরামতে নিজেই আসরে নেমেছেন, ঠিক তখনই ফাটল আরও চওড়া করে তৃণমূলকে বিদায় জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। একুশের নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা লাগিয়ে নাটকীয় ভাবে দীনেশ ত্রিবেদী তৃণমূল ছাড়লেন। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই অবশ্য প্রকাশ্যে নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন দীনেশ ত্রিবেদী, তাতে কিছুটা হলেও আঁচ পাওয়া যাচ্ছিল তিনি এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেন। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো।

এদিন রাজ্যসভার দাঁড়িয়ে নাটকীয়ভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। পাশাপাশি রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস নিয়েও এদিন তিনি ব্যাপক আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন, দলে তাঁর দমবন্ধ হয়ে আসছে। দীনেশ ত্রিবেদী আজকের নয়, দীর্ঘদিনের তৃণমূলের নেতা। সম্ভবত তিনিই তৃণমূলের প্রথম রাজ্যসভার সংসদ হয়েছিলেন। দীর্ঘদিনের তৃণমূল নেতার এভাবে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরের অন্দরে কিছুটা মন খারাপের আবহাওয়া। তবে দীনেশ ত্রিবেদীর পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন তৃণমূলের আরেক সাংসদ তথা রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সুখেন্দু শেখর রায়।

তিনি তীব্র কটাক্ষ করেন দীনেশ ত্রিবেদীকে দমবন্ধ করা নিয়ে। রীতিমতন কড়া সমালোচনা করে সুখেন্দু শেখর রায় বলেন, লোকসভা ভোটের দীনেশ ত্রিবেদী হেরে যাওয়ায় তখন একবার তাঁর দমবন্ধ হয়ে গিয়েছিল। এরপর হয়তো বিজেপিতে তিনি যাবেন এবং সেখানেও নরেন্দ্র মোদি হেরে গেলে তখন আবার তাঁর দমবন্ধ হয়ে যাবে এবং তারপরই তিনি বিদ্রুপ করে বলেন, এত ঘনঘন দমবন্ধ হলে চিন্তার ব্যাপার। পাশাপাশি শুখেন্দু শেখর রায় অভিযোগ করেছেন, বাংলায় বর্তমানে বিজেপি ঘোড়া কেনাবেচা করছে। সুখেন্দু শেখর রায় অনুমান করেছেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে বিজেপি আলাদা করে ডিল করতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত বরাবরই দীনেশ ত্রিবেদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক দেখা গেছে। তারপরেও দলের বিরুদ্ধে যেভাবে দীনেশ ত্রিবেদী ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে অবাক হয়েছেন অনেকেই। দীনেশ ত্রিবেদীর দল ছাড়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি প্রশ্ন তুলেছেন, দলের বিরুদ্ধে ক্ষোভ থাকলে দীনেশ ত্রিবেদী আগে কেন দলকে জানাননি? অন্যদিকে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, দীনেশ ত্রিবেদী আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছিলেন। হঠাৎ করেই তাই নজিরবিহীনভাবে তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। তবে সুখেন্দু শেখর রায় আশ্বাস দিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে নেতা তৈরি করেন। সেক্ষেত্রে দলের কোনো ক্ষতি হবেনা।

তবে সুখেন্দু শেখর রায় এই দাবি করলেও রাজনৈতিক মহলের অনেকেই কিন্তু মনে করছেন, তৃণমূল শিবিরের ভোটের মুখে লাগল বড়সড় ধাক্কা। ইতিমধ্যেই রাজ্যের বহু বিধায়ক গিয়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে এবং সেই তালিকা যে ক্রমশ লম্বা হচ্ছে, তা বলাই বাহুল্য। আর তা শাসক শিবিরকে যে চাপে ফেলছে তা বলাইবাহুল্য। পাশাপাশি তৃণমূলের অনেক নেতাই যে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। তৃণমূলের ভাঙনও যে আরও চওড়া হচ্ছে তাও স্পষ্ট। আর এই ভাঙন মেরামতিতে তৃণমূল নেত্রী কি পদক্ষেপ নেন, সে দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!