গেরুয়া শিবিরকে শক্তিশালী করতে দলে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জাতীয় May 6, 2018 বিজেপি দলে আবার ও রুপোলী পর্দার ছোঁয়া। কেন্দ্রীয় নেতা নীতিন গড়করির উপস্থিতিতে এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করলেন জনপ্রিয় তেলুগু অভিনেত্রী মাধবী লতা। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাণ্য ইঙ্গিত দিয়েছিলেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিন বিজেপি দলে যোগদনের পর তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন এবং ছবির সহযোগী মন্তব্যে লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে তিনি অবশেষে বিজেপি দলে যোগদান করলেন। জাতীয় দল বিজেপির সাথে যুক্ত হতে পেরে তিনি বেজায় খুশি সেই কথাও উল্লেখ করলেন। উল্লেখ্য, মাধবীর জন্ম কর্ণাটকের হুবলিতে। গুলবার্গ ইউনিভার্সিটি থেকে মাধবী গ্র্যাজুয়েশন করেন। ২০০৮ সালে তাঁর অভিনেত্রী জীবনে প্রবেশ। তবে হায়দরাবাদ শহরে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করার আগে তিনি লন্ডনে কনভেন্ট্রি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। আপনার মতামত জানান -