এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ! লম্বা জেরায় জেরবার, অস্বস্তি বাড়লো বিধায়ক মানিকের !

আদালতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ! লম্বা জেরায় জেরবার, অস্বস্তি বাড়লো বিধায়ক মানিকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি প্রাথমিক ২০১৪ টেট-দুর্নীতিতে চরম অস্বস্তিতে মুখে পড়ল সদ্য  চেয়ারম্যানের পদ থেকে অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য । এসএসসি থেকে শুরু করে প্রাথমিকে দুর্নীতিকে কেন্দ্র করে ভয়াবহ আকার ধারণ করছে । যার ফলে এবার প্রাথমিক ২০১৪ টেট-দুর্নীতি অভিযোগ আসতেই কলকাতা হাইকোর্টে মানিকবাবুকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশে আদালতে হাজিরা দিয়েছেন আজকে দুপুর দুটোর সময় মানিক ভট্টাচার্য ! প্রসঙ্গ উল্লেখ , আজকে রক্ষাকবচ চেয়ে আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখেনে আবেদন খারিজ হতেই জোর ধাক্কা খেয়েছেন মানিক ভট্টাচার্য । যার পরিপেক্ষিতে আজ দুপুরেই সশরীরে হাজিরা দিতে হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

সূত্রের খবর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন পলাশীর তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য । জানা যাচ্ছে যে আজকের এই এজলাসে থেকে প্রায় টানা  ৪০ মিনিট ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন বিচারপতি । এদিনের এজলাসে  মানিকবাবুর কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর জন্মের তারিখ থেকে শুরু করে তিনি কোথায় জন্মেছেন তার পৈত্রিক বাড়ি কোথায় এবং লেখাপড়াসহ কর্মজীবন নিয়ে একের পর এক নানান প্রশ্ন  ।

আর এর পরেই সবকিছু শুনে বিচারপতি নির্দেশ দেন তাঁর (মানিক  ভট্টাচার্য)  নিজের সম্পত্তি সহ তাঁর স্ত্রী, ছেলে , মেয়ের বিয়ের আগে পর্যন্ত মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব আদালতে জমা দিতে হবে এমনকি আদালতে থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে যে মানিক ভট্টাচার্য যে তথ্য জমা দেবেন তা শুধুমাত্র একবারই জমা দিতে পারবেন পরবর্তীতে আর কোন কিছু তথ্য সংযুক্ত করতে পারবেন না । এই  নির্দেশ দেওয়ার পর আগামী  ৫ জুলাই এই  মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে সংবাদ সূত্রের খবর। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!