এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে মুখ পুড়লো রাজ্যের !’জবাবদিহি করতে বাধ্য নন রাজ্যপাল’ মামলা খারিজ হাইকোর্টে !

আদালতে মুখ পুড়লো রাজ্যের !’জবাবদিহি করতে বাধ্য নন রাজ্যপাল’ মামলা খারিজ হাইকোর্টে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্য ও রাজ্যপালের পরস্পর বিরোধী সংঘাত নিয়ে জল্পনা তুঙ্গে । এমনিতেই কেউ কোনো পক্ষকেই ছেড়ে কথা বলে না, কোনো ইস্যু পেলেই মাঠে নেমে পড়ে উভয় পক্ষই ।  আর এরই মধ্যে রাজ্যপালের পদে থেকে সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন বলে এমনটাই অভিযোগ এনে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার ।  যদিও এই মামলার শুনানি হয়েছিল গত 14 ই ফেব্রুয়ারি , তবে সেদিন কোন রায় দেওয়া হয়নি  আদালতের পক্ষথেকে  । তবে আজ শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের তরফ থেকে রায় দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দিল ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ সাফ জানিয়ে দিল যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই  ভিত্তিহিন মামলা । সেই সঙ্গে আদালত থকে জানানো হয়েছে যে ”সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না তারা ” । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এও জানায়, ‘সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন ‘ । আর এর পরেই সংশ্লিষ্ট মামলাটি খারিজ করে দিল কোলকাতা হাই কোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!