এখন পড়ছেন
হোম > জাতীয় > আদালতের নির্দেশ পাওয়ার পরই ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের

আদালতের নির্দেশ পাওয়ার পরই ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ পদক্ষেপ সিবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব গতকাল সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। দায়িত্ব দেওয়ার অল্প সময়ের মধ্যেই ভোট পরবর্তী হিংসার তদন্তে চারটি টিম গঠন করেছে সিবিআই। সমস্ত দলের মাথায় রয়েছেন একজন করে যুগ্ম অধিকর্তা পদমর্যাদার অফিসার, প্রতিটি দলে থাকবেন একজন করে এসপি পদমর্যাদার মহিলা অফিসার। বাংলার কোন অফিসারকে টিমে রাখা হয়নি। দিল্লি, পাটনা, দেরাদুন, লাখনৌ থেকে আগামীকালের মধ্যে কলকাতায় চলে আসবেন সিবিআই আধিকারিকেরা। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিতে পারে সিবিআই।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। বিজেপি সহ একাধিক বিরোধী শিবিরের পক্ষ থেকে। এরপর কলকাতা হাইকোর্টে একাধিক পিটিশন জমা পড়েছিল। এরপর জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মানবাধিকার কমিশনের রিপোর্ট দেখে শেষ পর্যন্ত রায়দান করেছে গতকাল কলকাতা হাইকোর্ট। যেখানে জানানো হয়েছে যে, ভোট পরবর্তী হিংসায় যেখানে খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে, তার তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, বাড়ি ভাঙচুর, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করে দেবার মত ঘটনাগুলির তদন্ত করবে সিট। ৬ সপ্তাহের মধ্যে সিবিআই ও সিটকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিআই এর ২৫ জন আধিকারিকদের নিয়ে চারটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। প্রতিটি দলে তিনজন করে এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক থাকবেন। আবার প্রতিটি দলে থাকবেন দুজন করে ডিআইডি পদমর্যাদার অধিকারীক। আগামীকালের মধ্যে আধিকারিকরা চলে আসবেন কলকাতায়। আবার রাজ্যের ৩ আইপিএস আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করা হবে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই সিট কাজ করবে।

গতকাল কলকাতা হাইকোর্টের এই রায় প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে, হাইকোর্টের এই রায়ে তিনি অখুশি। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। সেখানে বারবার হস্তক্ষেপ করতে চলে আসে সিবিআই। যেটা কাম্য নয়। রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার বিবেচনা করবে। প্রয়োজন মনে করলে আবেদন জানানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!